Aajbikel

অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগে ছাত্র বিক্ষোভে উত্তাল মালদার কলেজ

 | 
স্কুল

ইংরেজবাজার:কোভিড পরিস্থিতিতে যখন খোদ মুখ্যমন্ত্রী কলেজগুলিকে মানবিক হতে বলে ফি মুকুবের পরামর্শ দিচ্ছেন তখন তাকে বুড়ো আঙুল দেখিয়ে লাগামছাড়া ফি নেওয়ার অভিযোগ উঠল মালদার গৌড় মহাবিদ্যালয়ের বিরুদ্ধে।

অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগে ছাত্র বিক্ষোভের জেরে এদিন উত্তাল হয়ে উঠল গৌড় কলেজ। অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন কয়েকশ ছাত্রছাত্রী। পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন অমান্য করে মোটা টাকা ফি নিচ্ছে গৌড় কলেজ কর্তৃপক্ষ। যেখানে মালদা করোনা পরিস্থিতিতে ভর্তি ফি ৫০০ টাকা নেওয়ার কথা সেখানে নেওয়া হচ্ছে তিন থেকে চার হাজার টাকা। এক একটি ডিপার্টমেন্টে একেক রকম ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ ছাত্র ছাত্রীদের।

কোভিড পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকলেও নেওয়া হচ্ছে ল্যাব, লাইব্রেরি, জিম, কালচারাল ফি। কলেজে কোনও জিম না থাকলেও জিমের জন্য ১৪০০ টাকা ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ পড়ুয়াদের। অবিলম্বে ফি প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পড়ুয়ারা৷ যদিও এবিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

Around The Web

Trending News

You May like