তমলুক: ঘূর্ণিঝড় ‘ফনি’র প্রভাবে যে কোনও সময় দ্রুত বদল হতে পারে পরিস্থিতি৷ প্রভাব ফেলতে পারে বাংলায়৷ এই পরিস্থিতি দাড়িয়ে দিঘা, তাজপুর, মন্দারমনি, শঙ্করপুর ও পুরীতে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে৷ নিরাপত্তা ব্যবস্থাতেও অত্যন্ত কড়াকড়ি শুরু করেছে জেলা প্রশাসন৷
যেহেতু ঘূর্ণিঝড় ‘ফনি’ আগামী ১ মে সন্ধ্যায় ওড়িশা উপকূলের দিকে মোড় নেবে, ফলে দিঘার জারি হয়েছে সতর্কতা৷ দিঘা সংলগ্ন সীমান্ত এলাকাজুড়ে ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চলছে৷ পর্যটকদের সমুদ্র নামার উপর জারি হয়েছে সকর্কতা৷ ইতিমধ্যেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। সমুদ্রের ঢেউ রীতিমতো উত্তাল। এই পরিস্থিতিতে দিঘায় সতর্কতা জারি করা হয়েছে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যটকদের সমুদ্রে নামা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে।গোটা এলাকা জুড়ে চলছে সতর্কতা মূলক মাইকিং৷
আরও শক্তিবৃদ্ধি করেছে ঘূর্ণিঝড় ফনি। মঙ্গলবার আরও শক্তিসঞ্চয় করে আছড়ে পড়বে ওড়িশা উপকূলে৷ এই মুহূর্তে কলকাতা থেকে ১২০০ কিলোমিটার দূরে রয়েছে৷ এমনই সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই ফনির আগমনের ইঙ্গিত হিসেবে ওড়িশা উপকূলের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সঙ্গে রয়েছে দমকা হাওয়া।
ফনির প্রভাবে অন্ধ্র প্রদেশের উত্তর উপকূলবর্তী এলাকায় আগামী তিন এবং চার মে বৃষ্টি হবে। এর থেকেও আশার কথা দহনে বিপর্যস্ত পশ্চিমবঙ্গেও হবে বৃষ্টি। তবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফনির প্রভাবে ইতিমধ্যে ওড়িশা এবং অন্ধ্র উপকূলবর্তী এলাকায় ১০০–১১০ কিলোমিটার বেগে হাওয়া বইতে শুরু করেছে।
শক্তি বাড়িয়ে আগামী ১২ ঘণ্টার মধ্যে অতিশক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ফনি৷ আর তারই প্রভাবে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের৷ জানা গিয়েছে, আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার এই দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সঙ্গে তীব্র গতির ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷
বৃহস্পতিবার রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে৷ শনিবার উপকূলবর্তী এলাকাগুলিতে ঘণ্টায় ১১৫ কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। ওই দিন কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস রাজ্যে বৃহস্পতিবার, শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে৷ ঘূর্ণিঝড় ফনির প্রভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। বুধবার রাত থেকে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷ ওই দিন রাতেই তামিলনাড়ু উপকূলে পৌঁছবে ফনি৷ অন্ধ্র উপকূল হয়ে ওড়িশা উপকূলে ঢুকবে ঝড়৷ আর তার জেরেই হতে বৃষ্টি৷
গরম থেকে বৃষ্টির পূর্বাভাসে স্বস্তি মিললেও পঞ্চম দফার ভোটের মুখে রাজ্যে ঝড়-ঝঞ্ঝার পূর্বাভাসের জেরে মাথায় হাত নেতাদের৷ কেনেনা, আগানী ৬ মে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনার ৭ কেন্দ্রে ভোট৷ ভোটগ্রহণ হবে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, ও আরামবাগে৷ কিন্তু, ভোটের আগে বৃষ্টি চিন্তায় ফেলেছে নেতাদের কপালে৷ শেষ প্রচার ভেস্তে দেবে না তো বৃষ্টি? ভোটের আগে নয়া বিড়ম্বনায় শাসক-বিরোধী শিবিরে৷