মেট্রো বিপর্যয়ে নজিরবিহীন পদক্ষেপ, তদন্তের দায়িত্ব নিল কমিশনার অফ রেলওয়ে সেফটি

কলকাতা: মেট্রোর ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ৷ তদন্তের দায়িত্ব নিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি৷ কাগজে বিজ্ঞাপন দিয়ে ডাকা হল প্রত্যক্ষদর্শীদের৷ আগামী সোমবার থেকে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা শুরু হবে৷ মেট্রো রেলে বৃহস্পতিবারের দুর্ঘটনা নিয়ে কর্তৃপক্ষকে চেপে ধরছে রাজ্য প্রশাসন ও শাসকদল৷ ওই ঘটনার জেরে নিত্যযাত্রী তথা কলকাতাবাসী মেট্রো পরিষেবা নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন বলে মনে করছে রাজ্য সরকার৷

মেট্রো বিপর্যয়ে নজিরবিহীন পদক্ষেপ, তদন্তের দায়িত্ব নিল কমিশনার অফ রেলওয়ে সেফটি

কলকাতা: মেট্রোর ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ৷ তদন্তের দায়িত্ব নিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি৷ কাগজে বিজ্ঞাপন দিয়ে ডাকা হল প্রত্যক্ষদর্শীদের৷ আগামী সোমবার থেকে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা শুরু হবে৷

মেট্রো রেলে বৃহস্পতিবারের দুর্ঘটনা নিয়ে কর্তৃপক্ষকে চেপে ধরছে রাজ্য প্রশাসন ও শাসকদল৷ ওই ঘটনার জেরে নিত্যযাত্রী তথা কলকাতাবাসী মেট্রো পরিষেবা নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন বলে মনে করছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতেই প্রশাসনিক কর্তাদের কাছে বিশদে খোঁজ নেন৷ কথা বলেন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ শুক্রবার দুপুরে সুদীপ মেট্রোর জেনারেল চেয়ারম্যান পিসি শর্মাকে ডেকে বৃহস্পতিবারের দুর্ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেন৷ তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে বলে জানিয়ে দেন তিনি৷

সুদীপ জানান, মেট্রোর জিএম বলেছেন, দুর্ঘটনায় কোনও কর্মীর গাফিলতি ছিল না। যান্ত্রিক ত্রুটিতেই ধোঁয়া। তবে বিপর্যয় মোকাবিলার পরিকাঠামো নিয়ে রাজ্যের দমকল দপ্তর ইতিমধ্যেই মেট্রোকে নোটিস ধরিয়েছে। পশ্চিমবঙ্গ অগ্নি-নির্বাপক আইনের ৩৫ ধারায় জানতে চাওয়া হয়েছে, এই ধরনের বিপর্যয় মোকাবিলায় তাদের কী ধরনের পরিকাঠামো রয়েছে। আগুন নেভানোর ব্যবস্থাই বা কী? দমকলমন্ত্রী সুজিত বসু জানান, মেট্রোর রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রিপোর্ট সন্তোষজনক না হলে মেট্রোর বিরুদ্ধে এফআইআরও করা হতে পারে। যাত্রীদের কেউ থানায় অভিযোগ করেন কি না, সে দিকেও লক্ষ্য রাখছে রাজ্য প্রশাসন। বেশির ভাগ যাত্রীরই অভিযোগ, ফায়ার অ্যালার্ম কাজ করেনি। উদ্ধারকাজেও বিলম্ব হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে দমদমগামী মেট্রোয়৷ ট্রেনটি তখন রবীন্দ্র সদন এবং ময়দান স্টেশনের মাঝে সুড়ঙ্গে ছিল৷ মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভরে যায় মেট্রোর রেক৷ এসি কোচ হওয়ায় ভেন্টিলেশনের কোনও ব্যবস্থা ছিল না৷ ফলে দমবন্ধ হয়ে অনেক যাত্রীই অসুস্থ হয়ে পড়েন৷ প্রাণে বাঁচার তাগিদে এবং আতঙ্কের চোটে ভিড়ে ঠাসা মেট্রোয় ছোটাছুটি শুরু করে দেন অনেকেই৷ এই ঘটনায় প্রাণহানি না হলেও, মেট্রোর পরিষেবা ও আপৎকালীন ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে৷

ইতিমধ্যেই দমদমগামী মেট্রোর এসি রেকে আগুনের ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে৷ আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দেবে ওই কমিটি৷ এমতাবস্থায় মেট্রো দুর্ঘটনার তদন্তে এবার নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হল৷ মেট্রোতে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তভার নিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =