কলকাতা: ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের মন্ত্রী তথা মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হন। কিন্তু তাঁর মৃত্যুর পর প্রায় দেড় বছর অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত মানিকতলায় উপনির্বাচন হয়নি। এখন এই কেন্দ্রে উপনির্বাচনের দাবি জানিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দফতরে একটি স্মারকলিপি দিল ভোটকর্মী ঐক্যমঞ্চ। রাজ্য সরকারি কর্মচারী যাঁরা ভোটের কাজে নিয়োজিত হন, তাঁদের নিয়েই তৈরি ভোটকর্মী ঐক্যমঞ্চ।
এই সংগঠনের বক্তব্য, একই বছর ডিসেম্বর মাসে প্রয়াত হন রাজ্যের আরও এক মন্ত্রী তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। তাঁর মৃত্যুর পর চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, মানিকতলায় উপনির্বাচন নিয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। এক কথায়, এই নির্বাচন নিয়ে কোনও উচ্চবাচ্যই করা হচ্ছে না। মানিকতলা বিধানসভার মানুষের অসুবিধা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কোনও জনপ্রতিনিধি না থাকায়, তাই তাদের সুবিধার জন্যই তারা ভোটের দাবি করছেন বলে জানিয়েছেন এই ঐক্যমঞ্চের সদস্যরা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”গরমে নেই জল, ফুঁসছে গোটা গ্রাম আগুন জ্বালিয়ে ভোট বয়কটের ডাক গ্রামবাসীর! Panchayat poll boycott” width=”853″>
তবে এতদিনে সত্যি কেন কোনও ঘোষণা হয়নি এই কেন্দ্রের নির্বাচন নিয়ে? আসলে বিধানসভা ভোটের পর মানিকতলা কেন্দ্রের ফলাফল নিয়ে আদালতে একাধিক মামলা হয়েছে। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে নিজেও মামলা করেছিলেন। এই সেখানে উপনির্বাচন করানো যায়নি এখনও। যদিও ভোটকর্মী ঐক্যমঞ্চের দাবি, মামলা হলেও, এমন কোথাও লেখা নেই যে উপনির্বাচন করানোই যাবে না।