কেন মিলছে না পে-প্রোটেকশন, ফিটমেন্ট? ফের যুদ্ধ ঘোষণা শিক্ষকদের

উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ারঅ্যাসোসিয়েশান(ইউইউপিটিডব্লুএ)-এর ‘বিকাশ ভবন চলো’ অভিযান আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি। বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে আন্দোলন শুরু হচ্ছে ১লা ফেব্রুয়ারি।

কলকাতা: বেতন বৃদ্ধির দাবিসহ আরও বেশ কয়েকটি দাবি নিয়ে আবারও রাস্তায় নেমে আন্দোলন শুরু করতে চলেছেন প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান৷ আন্দোলন শুরু হবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি থেকে৷ আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি ‘বিকাশ ভবন চলো’ অভিযানের ডাক দিয়েছে এই সংগঠন। বিকাশ ভবনে গিয়ে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।

আন্দোলনের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রাথমিক শিক্ষকদের সিনিয়ররিটি অনুসারে পে-প্রোটেকশন, ফিটমেন্ট ফ্যাক্টর ও  সঠিক বেতনের দাবি।  আন্দোলনের কর্মসূচির মধ্যে রয়েছে বিকাশ ভবন সংলগ্ন  উন্নয়ন ভবনের সামনে অবস্থান বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি। ৩ ফেব্রুয়ারি রাজ্যের শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ডেপুটেশন দেওয়ার কথা। 

একই সঙ্গে ‘ড্যামি অপশন ফর্ম ফিল ইন’ জমা দেওয়ার কর্মসূচিও নেওয়া হবে।  দাবি মেনে রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করলে অর্থাৎ এই আন্দোলন ফলপ্রসূ না হলে, পরবর্তীকালে নবান্ন অভিযানের’ ডাক দেওয়া হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে টানা ১৫ দিন অনশন বিক্ষোভ করেন প্রাথমিক শিক্ষকরা৷ পরে, চাপে পড়ে নামমাত্র গ্রেড-পে বৃদ্ধির ঘোষণা করে রাজ্য৷ কিন্তু, গ্রেড-পে বাড়লেও প্রাথমিক শিক্ষকদের  পে-প্রোটেকশন, ফিটমেন্ট ফ্যাক্টর সমস্যা এখনও অব্যাহত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =