রাস্তায় বসে বিক্ষোভ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের, সেই নিয়োগের দাবি

রাস্তায় বসে বিক্ষোভ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের, সেই নিয়োগের দাবি

1eddf4f90e6f62d70b5ed4a423a69d6a

কলকাতা: পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফে এদিন নবান্ন অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। জানান হয়েছিল, শিয়ালদহ বিগবাজার জমায়েত করে দুপুর ১২ টা নাগাদ মিছিল শুরু হবে। কিন্তু মিছিল শুরু হতেই শিয়ালদহে তাদের আটকে দেয় পুলিশ৷ সেই কারণে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। আপার প্রাইমারিতে নিয়োগ সহ মঞ্চের মূল দাবী, নিয়োগ প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ, ২৮ শে ফ্রেব্রুয়ারী ২০২১-এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। একইসঙ্গে এই বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের আর্জি জানায় তাঁরা। 

গতকাল নবান্ন অভিযানকে কেন্দ্র করে শহরে যে উত্তেজনা মূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার বিরোধিতায় আজ ১২ ঘণ্টার ধর্মঘট ডেকেছে বাম এবং বাম সংগঠনগুলি। সেই কারণে আজ আপার প্রাইমারি মঞ্চের একাধিক আন্দোলনকারী সঠিক সময়ে এসে পৌঁছতে পারেনি সেই কারণে তাদের নবান্ন অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে আন্দোলনকারীদের একাংশ জানাচ্ছেন, যে সমস্ত বিক্ষোভকারীরা এখনো পর্যন্ত উপস্থিত হতে পারেননি তারা এলেই নবান্ন অভিযান শুরু হবে তাদের। দীর্ঘ সাত বছর ধরে আপার প্রাইমারি নিয়োগ স্থগিত রাখা হয়েছে সেই ব্যাপারে কিছুই বলছে না রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে আজ তারা সম্পূর্ণ রূপে অসন্তুষ্ট বলে ক্ষোভ প্রকাশ করছেন। একজন আন্দোলনকারী এও বলেন, তিনি নিজে নবান্নে গিয়ে মুখ্য সচিবের সঙ্গে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্কিং মেইল আইডিতে সমস্ত বিবৃতি পাঠিয়েছেন কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণেই আজ তারা রাস্তায় নেমেছেন। এই কর্মসূচি পূর্বপরিকল্পিত হলেও আজ হঠাৎ ধর্মঘট ডাকার কারণে আপাতত তাদের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। তবে আন্দোলনকারীরা যখনই চলে আসবেন তখনই এই অভিযান শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: বামেদের হরতালে ব্যহত শিয়ালদহ শাখার রেল চলাচল, উত্তপ্ত জেলা, প্রভাব নেই কলকাতায়

বামেদের ডাকা বনধে ব্যপক প্রভাব পড়েছে শিয়ালদহ শাখার ট্রেন চলাচলে৷ শিয়ালদহের দক্ষিণ শাখার যাদবপুর স্টেশনে রেল অবরোধ করে বাম সমর্থকরা৷ এই আন্দোলনে সামিল হন খোদ বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী৷ পাশাপাশি উত্তর ২৪ পরগনার হাসনাবাদা, কাঁচরাপাড়া-সহ একাধিক স্টেশনে রেল অবরোধ করা হয়৷ সকালে কাজে বেরিয়ে হয়রান হতে হয় নিত্য যাত্রীদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *