শিক্ষক নিয়োগ মামলার জট কাটাতে হাইকোর্টে গণ-চিঠি আপার প্রার্থীদের

শিক্ষক নিয়োগ মামলার জট কাটাতে হাইকোর্টে গণ-চিঠি আপার প্রার্থীদের

81f183dd4c5a1235dd697187852e455f

কলকাতা: আদালতের নির্দেশ পেলেই শুরু করা হবে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ একথা জানিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ কিন্তু তা সত্ত্বেও আদালতে মিলছে না সমাধান সূত্র৷ এই অবস্থায় শিক্ষামন্ত্রীকে পাল্টা বার্তা দিতে বৃক্ষরোপণ ও হাইকোর্টের কাছে দ্রুত মামলা নিষ্পত্তির প্রার্থনা (TREE PLANTATION & PRAY TO HIGH COURT) কর্মসূচি গ্রহণ করেছে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ৷  

শুক্রবার ৫ জুন থেকে শুরু হয়েছে এই কর্মসূচি৷ চলবে আগামী ১০ জুন পর্যন্ত৷ এরই মধ্যে উচ্চ-আদালতের রেজিস্টার জেনারেল (Register General High Court) এর কাছেও ই-মেল পাঠালেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যরা৷ এই ই-মেলে বলা হয়েছে, ‘‘আমরা হতভাগ্যপ আপার প্রাইমারির মেধা তালিকায় থাকা প্রার্থী৷ দীর্ঘ সাত বছর ধরে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। মেধা তালিকা প্রকাশের পরেও মাননীয়া বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে বিষয়টি দীর্ঘদিন বিচারাধীন (WP9597 OF 2019 and some tag matter) অবস্থায় পড়ে রয়েছে৷  অনুগ্রহ করে আমাদের সমস্যাটি সমাধানের ব্যবস্থা করুন৷’’ 

তাঁদের দাবি, পিটিশনার পক্ষের উকিল একদিন বলার পর অ্যাডভোকেট জেনারেল এই বিষয়ে বললেই মামলার অর্ডার হতে পারে৷ এই অবস্থায় তাঁদের আত্মহত্যালর হাত থেকে বাঁচাতে এই বিষয়টি মেনশনের ব্য্বস্থা করার আর্জি জানিয়েছেন প্রার্থীরা৷ পশ্চিমবঙ্গ আপার চাকরিপ্রার্থী মঞ্চের সহ সভাপতি ও উত্তরবঙ্গের আহ্বায়ক সুশান্ত ঘোষ বলেন, রাজ্য সরকার , শিক্ষা দফতর, এসএসসি কমিশন, সরকার ও পিটিশন পক্ষের বিশিষ্ট আইনজীবিদের কাছে আমরা অনুরোধ জানিয়েছি৷ যাতে আপার শিক্ষক নিয়োগ মামলাটি অত্যন্ত জরুরি বিষয় (EXTREMELY URGENT MATTER)- এর তালিকাভুক্ত করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির ব্যবস্থা করা হয়৷ দীর্ঘ সাত বছরের নিয়োগ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার আর্জি জানিয়েছি আমরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *