Aajbikel

আমফানকে কি টক্কর দেবে 'মোখা'? ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কায় অনেকে

 | 
cyclone

কলকাতা: ঘূর্ণিঝড় যদি আসে তাহলে আর বেশি দেরী নেই। সপ্তাহান্তেই তার জন্য প্রস্তুতি নিতে হতে পারে। এমনটা স্পষ্ট করেই দিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু এখন প্রশ্ন, যে ঘূর্ণিঝড় আসছে তা কি আমফানের মতো বিধ্বংসী হতে চলেছে? ওই ঘূর্ণিঝড় কেমন প্রভাব ফেলেছিল বাংলায় তথা কলকাতা এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় তা ভুলে যায়নি কেউই। তাই হলফ করে কেউ আর চায় না ওমন তাণ্ডব। তাই স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়ে সকলে। 

আবহাওয়াবিদদের অনুমান, আগামী কিছু ঘণ্টার মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। শক্তি সঞ্চার করে শনিবার কিংবা রবিবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নিম্নচাপ। আশঙ্কা আগামী ১০ মে-র মধ্যে ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে উপকুলের দিকে। কিন্তু এই ঘূর্ণিঝড় যাকে 'মোখা' বা 'মোচা' বলা হচ্ছে তা কি সত্যিই আমফানের মতো বিরাট হবে? হাওয়া অফিস কিন্তু এখনই তা নিয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত দিচ্ছে না। শুধু বলা হচ্ছে, সব কিছুর জন্য প্রস্তুত থাকতে। আপাতত জানান হয়েছে, এখনই নিম্নচাপ তৈরি হয়নি। নিম্নচাপ তৈরি হওয়ার পরেই সেই বিষয়টি স্পষ্ট হবে। 

উল্লেখ্য, এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইয়েমেন। তবে এই শব্দের আক্ষরিক কোনও অর্থ নেই। ইয়েমেনের এক বন্দর শহরের নাম 'মোখা' বা 'মোকা'। সেই কারণেই এই ঝড়ের নাম দেওয়া হয়েছে এমন। এক সময়ে ইয়েমেনের রাজধানী সানার প্রধান বন্দর ছিল এটি। এই শহরেই বিখ্যাত কফি ‘মোখাঁ’র চাষ হয়। কফির নামও এসেছে বন্দর শহর থেকেই।   

Around The Web

Trending News

You May like