BREAKING: রাজ্যের লকডাউনে ‘আপত্তি’ কেন্দ্রের! বাংলায় আদৌ হবে সাপ্তাহিক ঘরবন্দি?

BREAKING: রাজ্যের লকডাউনে ‘আপত্তি’ কেন্দ্রের! বাংলায় আদৌ হবে সাপ্তাহিক ঘরবন্দি?

নয়াদিল্লি: সেপ্টেম্বর থেকে গোটা দেশজুড়ে শুরু হচ্ছে আনলক-৪ পর্ব৷ কিন্তু এই আনলক-৪ পর্বে রাজ্যের ঘোষিত লকডাউনে সরাসরি ‘না’ বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ কনটেনমেন্ট জোনে ছাড়া কোনভাবেই লকডাউন ঘোষণা করা যাবে না বলে আজ সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ আর তাতেই বাংলার পূর্ব ঘোষিত সেপ্টেম্বরের সাপ্তাহিক লকডাউন বিধি ঘিরে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা৷

আরও পড়ুন- BIG BREAKING: স্কুলে যাবেন শিক্ষক-পড়ুয়ারা! চলবে মেট্রো, আনলক-৪ পর্বে নয়া ছাড় কেন্দ্রের

বাংলায় করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন থেকে তার দিনক্ষণও ঘোষণা করে দিয়েছেন তিনি৷ একইসঙ্গে বিহার, উত্তরপ্রদেশ সরকারের তরফে সেপ্টেম্বরে লকডাউন ঘোষণা করা হয়েছে৷ কিন্তু রাজ্য সরকারের জারি করা সেই সমস্ত লকডাউন বিধি কার্যত উড়িয়ে দিয়ে নয়া অবস্থান জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

আরও পড়ুন-কবে খুলবে স্কুল-কলেজ? রাজ্যে ফের পূর্ণ লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ আনলক-৪ পর্বের বিজ্ঞপ্তি জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনও রাজ্য সরকার নতুন কোনও লকডাউন ঘোষণা করতে পারবে না৷ শুধুমাত্র কনটেনমেন্ট জোনে লকডাউন হবে৷ এছাড়া অন্য কোথাও লকডাউন হবে না৷ এছাড়া সংক্রমণরুখতে লকডাউন একান্ত প্রয়োজন হয় হলে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করতে হবে৷ তারপর ঘোষিত হবে লকডাউন৷

আরও পড়ুন- ‘উপাচার্যরা তৃণমূল নেতাদের ভৃত্য’, ফের বিস্ফোরক বিজেপি নেতা সায়ন্তন

কিন্তু সেপ্টেম্বর মাসে বাংলায় ৩ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে৷ ৭, ১১, ১২ এই তিন দিন লকডাউন ঘোষণা হয়েছে বাংলায়৷ আর এই আনলক-৪ পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া নির্দেশিকায় ফের অনিশ্চিত বাংলায় লকডাউন৷ পূর্ব ঘোষণা মতো আদৌ হবে বাংলার লকডাউন? তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ যদিও, কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র কনটেনমেন্ট জোন এলাকাগুলিতে লকডাউন করা যেতে পারে৷ নিজে থেকে রাজ্য সরকার কোন লকডাউন ঘোষণা করতে পারবে না৷ ফলে কেন্দ্রের এই ঘোষণার পর বাংলায় লকডাউনের ভবিষ্যৎ কি, তা নিয়ে নতুন করে শুরু হয়েছে ধোঁয়াশা৷ এবিষয়ে রাজ্যের তরফে এখনও কোনও অবস্থান জানানো হয়নি৷

গত বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী বলেন, সপ্তাহে তিনদিন বিমান চলাচল করলে আপত্তি নেই৷ দূরত্ব বিধি মেনে লোকাল ট্রেন চলাচলে করলে রাজ্য সরকার আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি৷ স্কুল কলেজ খোলার বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২০ তারিখ পর্যন্ত সমস্ত স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে৷ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও এক দফায় রাজ্যজুড়ে পূর্ণাঙ্গ লকডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ জানিয়েছেন, আগামী ৭, ১১, ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে৷ ২০  সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ৷ ৫ সেপ্টেম্বর থেকে স্কুল খোলা সম্ভাবনা তৈরি হলেও তা আপাতত ২০ সেপ্টেম্বর পর্যন্ত তা পিছিয়ে যাচ্ছে৷ বিশ্বকর্মা পুজোর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি৷ কিন্তু, কেন্দ্রের নয়া অবস্থান ঘিরে এবার নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 7 =