আনলক-৪ পর্বে মিলতে পারে সবুজ সংকেত, পানশালায় বাড়ছে স্টক!

আনলক-৪ পর্বে মিলতে পারে সবুজ সংকেত, পানশালায় বাড়ছে স্টক!

 

কলকাতা: শহরের বুকে এখন জোড় গুঞ্জন, আনলক ফোর পর্বে বার খোলার জন্য সবুজ সংকেত দিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ খুব শীঘ্রই আবগারি দফতরের তরফে সার্কুলার জারি করা হবে বলেও অপেক্ষায় দিন গুণছেন মহানগরের বার মালিকরা৷ দিন কয়েক আগেই এই বিষয়ে আবগারি আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকেও বসেছিলেন শহরের বার এবং প্রিমিয়ার ক্লাবগুলির পরিচালন কর্তৃপক্ষ৷ 

শহরের কিছু ক্লাব এবং বার ইতিমধ্যেই নতুন করে ব্যবসার তোড়জোড় শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর৷ সব কিছু ঠিক থাকলে দীর্ঘ পাঁচ মাস পর খুলবে শহরের বার ও ক্লাব৷ কলকাতার এক বার মলিক বলেন, ‘‘ আবগারি দফতরের সঙ্গে বৈঠকে বার খোলার ইঙ্গিত মেলার পরই আমরা স্টক বাড়াতে শুরু করে দিয়েছি৷’’ চলতি মাসের শেষেই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- করোনা জয়ের পথে বাংলা! এই প্রথম, ফাঁকা হাসপাতালের কোভিড বেড

 

নয়া কর কাঠামোয় মদের নতুন দাম কী হবে, সে বিষয়ে সম্প্রতি অ্যালকোহল উৎপাদনকারী এবং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টার বৈঠক করেন আবগারি কমিশন৷ নতুন কর কাঠানোয় মদের দাম বৃদ্ধি নিয়ে সংস্থাগুলির মধ্যে যে উদ্বেগ দেখা দিয়েছে, তা জানিয়ে রাজ্য সরকারের কাছে যৌথ বিবৃতি জমা দিয়েছে ইন্টারন্যাশনাল স্পরিটিস বেভারেজ কোম্পানি (ISWAI) এবং কনফেডারেশন অফ ইন্ডিয়া অ্যালকোহলিক বেভারেজ কোম্পানিস (CIABC)৷ ISWAI এবং CIABC জানিয়েছে, প্রস্তাবিত নীতিতে ফাস্ট মুভিং ব্র্যান্ডগুলির দাম যথেষ্ট পরিমাণে বাড়তে চলেছে৷ বোতল প্রতি দাম বাড়বে ১৫০ টাকা থেকে ৪৫০ টাকা৷ মদ বিক্রির ক্ষেত্রে বাড়তি ৩০ শতাংশ বিক্রয় কর বাদ দিয়ে স্ল্যাব ভিত্তিক কর কাঠামো আনতে চলেছে রাজ্য সরকার৷  

আরও পড়ুন- জীবিকা বাঁচাতে জীবনের ঝুঁকি! সুন্দরবনে বেড়েছে বাঘে-মানুষে সংঘাত

 

CIABC-এর ডিরেক্টর জেনারেল বিনোদ গিরি জানান, এই বিষয়ে অ্যালকোবেভ উৎপাদনকারীদের কাছ থেকে তাদের মতামত জানতে চেয়েছে আবগারি দফতর৷ এর জন্য দুই সপ্তাহের সময় চাওয়া হয়েছে৷ এই ১৪ দিনের মধ্যে যাতে নতুন মূল্য নির্ধারণ না করা হয়, তার জন্য রাজ্য সরকারের কাছে আবেদনও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 12 =