Aajbikel

অজানা ভয়, অশরীরী আতঙ্কের কবলে এবার বাংলার গ্রাম

রায়গঞ্জ: ভূতের আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম৷ দিনের কাজ সেরে সন্ধ্যা হওয়ার আগেই ঘরে ফিরছেন বাসিন্দারা৷ আতঙ্ক এই বুঝি অশরীরী এসে আক্রমণ করে৷ কখন যে কার শরীরে ঢুকবে কে জানে! কালিয়াগঞ্জ ব্লকের মারুয়াডাঙি গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, ইতিমধ্যেই ১৭ জনের শরীরে ঢুকেছে অশরীরী আত্মা! যাঁদের শরীরে ঢুকছে, তাঁদের কাবি করে ফেলছে ভূত৷ তবে, ভূত বলে আদতে কিছুই
 | 
অজানা ভয়, অশরীরী আতঙ্কের কবলে এবার বাংলার গ্রাম

রায়গঞ্জ: ভূতের আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম৷ দিনের কাজ সেরে সন্ধ্যা হওয়ার আগেই ঘরে ফিরছেন বাসিন্দারা৷ আতঙ্ক এই বুঝি অশরীরী এসে আক্রমণ করে৷ কখন যে কার শরীরে ঢুকবে কে জানে!

কালিয়াগঞ্জ ব্লকের মারুয়াডাঙি গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, ইতিমধ্যেই ১৭ জনের শরীরে ঢুকেছে অশরীরী আত্মা! যাঁদের শরীরে ঢুকছে, তাঁদের কাবি করে ফেলছে ভূত৷ তবে, ভূত বলে আদতে কিছুই নেই৷ অশরীরী আত্মা বাজে কথা৷ বোঝানোর চেষ্টা করছে পুলিশ প্রশাসন৷ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরাও৷ কিন্তু কে শোনে কার কথা!

ভূতের ভয় গ্রাস করেছে গোটা গ্রামকে৷ গোটা ঘটনার পিছনে গ্রামের বাসিন্দাদের এক গুনিনের দিকে আঙ্গুল তোলা হয়েছে৷ প্রাণভরে সেই গুণিন পরিবার এলাকাছাড়া৷ ওই এলাকায় বিজ্ঞান মঞ্চ থেকে সচেতনতা শিবির চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে৷ কালিয়াগঞ্জের 8 নম্বর মোস্তফানগর গ্রামপঞ্চায়েত সংলগ্ন এলাকার এই গ্রাম আদিবাসি থেকে রাজবংশী সম্প্রদায়ের মানুষের বসবাস৷ রাজবংশী পাড়াতেই ভূতের আতঙ্ক ছড়িয়েছে এলাকার বেশ কিছু পুরুষ ও মহিলার মধ্যে৷

অস্বাভাবিক আচরণ করছেন সাত জন৷ অস্বাভাবিক আচরণ করায় গ্রামবাসীদের ধারণা অশরীরী আত্মা ঢুকেছে৷ ভূতের ভয় কাটাতে প্রশাসন ও বিজ্ঞান মঞ্চের উদ্যোগে তাদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ কিন্তু মঙ্গলবার থেকে সাতজনকে জেরা করে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়৷ ভূতের ভয় কাটাতে এলাকার মানুষকে সচেতন করার কাজ চলছে৷

Around The Web

Trending News

You May like