মোদি বিরোধিতায় লক্ষ্য ইউনাইটেড ইন্ডিয়া

কলকাতা : মোদি বিরোধিতায় লক্ষ্য ইউনাইটেড ইন্ডিয়া। বিশাখাপত্তনম থেকে প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রবাবুর আমন্ত্রণে আয়োজিত সভায় থাকার কথা বিজেপি বিরোধী নেতাদের। রবিবার, বিকেলে বিশাখাপত্তনমের প্রিয়দর্শনী ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে ইউনাইটেড ইন্ডিয়া-র মঞ্চে যোগ দেবেন তৃণমূল নেত্রী। যাওয়ার আগে নেতাজি সুভাষ বিমানবন্দরে মমতা জানান, বিরোধী দলের জোটের বিষয়ে ১০০ ভাগ আশাবাদী তিনি।

মোদি বিরোধিতায় লক্ষ্য ইউনাইটেড ইন্ডিয়া

কলকাতা : মোদি বিরোধিতায় লক্ষ্য ইউনাইটেড ইন্ডিয়া। বিশাখাপত্তনম থেকে প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রবাবুর আমন্ত্রণে আয়োজিত সভায় থাকার কথা বিজেপি বিরোধী নেতাদের। রবিবার, বিকেলে বিশাখাপত্তনমের প্রিয়দর্শনী ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে ইউনাইটেড ইন্ডিয়া-র মঞ্চে যোগ দেবেন তৃণমূল নেত্রী। যাওয়ার আগে নেতাজি সুভাষ বিমানবন্দরে মমতা জানান, বিরোধী দলের জোটের বিষয়ে ১০০ ভাগ আশাবাদী তিনি।
লোকসভা নির্বাচনের প্রথম দফার সঙ্গেই অন্ধ্রে বিধানসভা নির্বাচন।‌ সেই কারণেই ইউনাইটেড ইন্ডিয়ার ছবি এই সভা থেকে তুলে ধরতে চান টিডিপি প্রধান। এদিনের সমাবেশে উপস্থিত থাকার কথা অরবিন্দ কেজরিওয়াল, ফারুক আবদুল্লা, এইচ ডি দেবগৌড়া, অরুণ শৌরি সহ বিভিন্ন আঞ্চলিক দলের নেতাদের। এই সভা থেকেই ১১ এপ্রিল ভোটের জন্য আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে এপ্রিলের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গেও সভা রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 7 =