নিজস্ব সংবাদদাতা, অশোকনগর: মোদী শাহ যখনই বাংলায় এসেছেন ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন৷ এবার ওই একই প্রতিশ্রুতি শোনা গেল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের গলায়৷
আজ থেকে শুরু হল এ রাজ্যের প্রথম গ্যাস ও তৈল উত্তোলন কেন্দ্রের পথ চলা। রাজ্যের মুকুটে অশোকনগরের গ্যাস উত্তোলন কেন্দ্রের মাধ্যমে জুড়লো নতুন পালক। একই সঙ্গে ইতিহাসের পাতাতেও উঠল অশোকনগরের নাম। আনুষ্ঠানিকভাবে রবিবার এই প্রকল্পের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ইচ্ছাশক্তির বলে দেশ আরও আত্মনির্ভর হচ্ছে। পূর্ব ভারতে বেশি করে সাফল্য মিলছে। আমরা একদিকে যেমন সোনার বাংলা গড়বে পাশাপাশি জয় বাংলা স্লোগানও তুলব।” কেন্দ্রীয় মন্ত্রীর গলায় ‘জয় বাংলা’ স্লোগান শুনে নিন্দার ঝড় তুলেছে ঘাসফুল শিবির৷ তাদের কথায়, ওরা একটা নতুন স্লোগান পর্যন্ত তৈরি করতে পারে না।
এদিন অনুষ্ঠানে এসে পেট্রোলিয়াম মন্ত্রী জানান এলাকার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি রাজ্য ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে । স্থানীয় বাসিন্দারা কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।অনেক বছর আগেই পৃথিবীর মানচিত্রে জানা গিয়েছিল পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণে গ্যাস ও তেলের ভান্ডার রয়েছে । প্রায় ৭০ বছরের দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে সাফল্য পেল ওএনজিসি । রাজ্যে এই প্রথম এক জায়গা থেকেই তেল ও গ্যাস পাওয়া গেল যা খুবই উন্নত মানের এমনটাই জানান কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ।
প্রসঙ্গত, তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন বা ওএনজিসি অশোকনগরের বাইগাছিতে ২০১৮ সালে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায়। ওএনজিসি তরফে জানানো হয়েছে, কোভিড বিধি মেনে বেশি ভিড় এড়ানো হয়েছে। এখনো পর্যন্ত বাইগাছি প্রকল্পে তিন হাজার কোটিরও বেশি টাকা লগ্নি করেছে ওএনজিসি। ভবিষ্যতে লগ্নি আরও বাড়বে বলেও এদিন জানান কেন্দ্রীয় প্রধান৷