গ্রেফতার কেন্দ্রীয় প্রতি মন্ত্রী, তীব্র উত্তেজনা মধ্যমগ্রামে

গ্রেফতার কেন্দ্রীয় প্রতি মন্ত্রী, তীব্র উত্তেজনা মধ্যমগ্রামে

বারাসত: বিজেপির শহিদ স্মরন যাত্রাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বারাসতের মধ্যমগ্রাম। এমনকি দলীয় কর্মসূচি সফল করতে গিয়ে অবশেষে গ্রেফতার হতে হল কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকেও। যার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ শান্তনু ঠাকুর বলেন, ‘‘বাংলায় যে আইনের শাসন নেই তা স্পষ্ট হল৷ আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম৷ অথচ সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ লেলিয়ে দিল৷ কিন্তু তৃণমূলের অনুষ্ঠানে দেখুন৷ সেখানে কোনও পারমিশন নেওয়ার দরকার পড়ে না৷ ওরা যা করে তাতেই সাধ দেয় পুলিশ৷’’

শহিদ যাত্রা দিবস উপলক্ষে এদিন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর  দমদম থেকে তার যাত্রা শুরুর করেন। তার কর্মসূচি অনুযায়ী শান্তনু ঠাকুর মধ্যমগ্রাম গৌরী বাড়ি কালি মন্দিরে পুজো দিতে আসেন । পুজোর দেওয়ার পর তার যাত্রা পুনরায় শুরু করবার কথা ছিল কিন্তু তিনি পুজো দিয়ে বেরলে তাকে ও তার সঙ্গীদের পথ আটকে দেয় পুলিশ প্রশাসন। ঘটনার প্রতিবাদে সেখানেই অবস্থান বিক্ষোভ করেন মন্ত্রী শান্তনু ঠাকুর ও  বিজেপি কর্মীরা। বারংবার অনুরোধ করেও কোনও কাজ না হওয়ায় এরপরই পুলিশ শান্তনু ঠাকুরকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়৷

জানা গিয়েছে, শান্তনু ঠাকুর সহ বিজেপির বারাসত  সাংগঠনিক জেলার কনভেনার ইঅনুপ দাস, রীতা মণ্ডল সহ বিজেপির অন্যান্য কর্মী, সমর্থকদেরও গ্রেফতার করে এলাকার বিক্ষোভ হঠায় পুলিশ৷ যার জেরে এলাকায় তৈরি হয় তীব্র রাজনৈতিক উত্তেজনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =