রাজ্যের আচরণ বিপর্যয় আইনের পরিপন্থী! কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের

রাজ্যের আচরণ বিপর্যয় আইনের পরিপন্থী! কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের

6a9f187acedc6bb2c4170d0d24e18920

নয়াদিল্লি ও কলকাতা: কেন্দ্রের পর্যবেক্ষক দলকে বাধা দেওয়া হচ্ছে৷ আদালতের নির্দেশ মানা হচ্ছে না৷ এমনই অভিযোগ তুলে রাজ্যের মুখ্যসচিবকে এবার কড়া বার্তা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা৷ চিঠি পেলে, পরবর্তী সিদ্ধান্ত নবান্নে ঘোষণা মুখ্যসচিব রাজীব সিনহার৷

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ মুখ্যসচিব রাজীব সিনহার নামে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা৷ জানিয়েছেন, পর্যবেক্ষকদের এলাকা পরিদর্শনে যেতে কোনও ভাবেই বাধা দেওয়া যাবে না৷ স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলতে দিতে হবে৷ রাজ্য সরকার পর্যবেক্ষক দলকে সহযোগিতা করছে না৷ রাজ্যের আচরণ বিপর্যয় মোকাবিলা আইনের পরিপন্থী৷  শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করা হচ্ছে৷ রাজ্য কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করুক৷ কেন্দ্রের পর্যবেক্ষক দলকে সহযোগিতা করুক৷ চিঠিতে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রসচিব৷ কেন্দ্রের চিঠি পাইনি, পেলে ভেবে দেখব৷ নবান্নে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা৷