নয়াদিল্লি ও কলকাতা: কেন্দ্রের পর্যবেক্ষক দলকে বাধা দেওয়া হচ্ছে৷ আদালতের নির্দেশ মানা হচ্ছে না৷ এমনই অভিযোগ তুলে রাজ্যের মুখ্যসচিবকে এবার কড়া বার্তা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা৷ চিঠি পেলে, পরবর্তী সিদ্ধান্ত নবান্নে ঘোষণা মুখ্যসচিব রাজীব সিনহার৷
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ মুখ্যসচিব রাজীব সিনহার নামে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা৷ জানিয়েছেন, পর্যবেক্ষকদের এলাকা পরিদর্শনে যেতে কোনও ভাবেই বাধা দেওয়া যাবে না৷ স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলতে দিতে হবে৷ রাজ্য সরকার পর্যবেক্ষক দলকে সহযোগিতা করছে না৷ রাজ্যের আচরণ বিপর্যয় মোকাবিলা আইনের পরিপন্থী৷ শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করা হচ্ছে৷ রাজ্য কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করুক৷ কেন্দ্রের পর্যবেক্ষক দলকে সহযোগিতা করুক৷ চিঠিতে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রসচিব৷ কেন্দ্রের চিঠি পাইনি, পেলে ভেবে দেখব৷ নবান্নে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা৷
Union Home Secretary Ajay Bhalla writes to West Bengal Chief Secretary Rajiv Sinha. Letter states,”It has been brought to notice of this ministry that both IMCTs, at Kolkata & Jalpaiguri respectively, have not been provided with requisite cooperation by state & local authorities” pic.twitter.com/yukzKy32PU
— ANI (@ANI) April 21, 2020