লকডাউন ‘বিধিভঙ্গ’! বাংলায় আসছে কেন্দ্রীয় দল, নজরে ৭ জেলা

লকডাউন ‘বিধিভঙ্গ’! বাংলায় আসছে কেন্দ্রীয় দল, নজরে ৭ জেলা

 

নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে করোনা৷ পরিস্থিতি মোকাবিলায় সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই করোনা প্রভাবিত এলাকা চিহ্নিত করে লকডাউন বিধি কড়াকড়ি করা হয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় চলছে পুলিং টেস্টিং ও  ব়্যাপিড অ্যান্টিবডি টেস্ট৷ কিন্তু, তার মাঝেই রাজ্যের ৭ জেলায় লকডাউন বিধি ঠিকঠাক পালন না হওয়ার অভিযোগ তুলে বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল৷

সূত্রের খবর, লকডাউনে বিধিভঙ্গের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রের বিশেষ প্রতিনিধি দল বাংলায় আসছে৷ কলকাতা-সহ ৭ জেলায় ঘুরবে ২টি কেন্দ্রীয় দল পরিস্থিতি পর্যবেক্ষণ করবে৷ বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী কেন্দ্রের গঠিত এই ২টি পর্যবেক্ষক দল কলকাতা থেকে শুরু করে হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলা পরিদর্শন করবে৷ লকডাউনে রাজ্যের একাধিক জায়গায় বিধিভঙ্গ হচ্ছে৷ তাতে করোনার বিপদ বাড়ছে বলে রাজ্যকে বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ কেন্দ্রীয় দলে থাকবেন একাধিক মন্ত্রকের প্রতিনিধিরা৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রের তরফে জানানো হয়েছে, এন্টার মিনিস্টারিয়াল সেন্ট্রাল টিম বা আইএনসি গঠন করা হয়েছে৷ সূত্রের খবর, কোন কোন আইন বলে এই বিশেষ দল গঠন করা হয়েছে, তাও রাজ্য সরকারকে বিস্তারিতভাবে তথ্য দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ মূলত এই দলের কাজ হবে, করোনা পরিস্থিতির মধ্যে গণবণ্টন ব্যবস্থার ঠিকভাবে চলছে কিনা, স্বাস্থ্য ক্ষেত্রে কোন সমস্যা হচ্ছে কিনা, স্বাস্থ্যবিধি ঠিকঠাক পালন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে৷ একই সঙ্গে কোথায় কীভাবে লকডাউন বিধি কার্যকর করা হচ্ছে, প্রয়োজনে তা খতিয়ে দেখবে এই বিশেষ দল৷

জানা গিয়েছে, এই দলটি উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে কাজ করবে৷ প্রথম দলের নেতৃত্ব দেবেন, অপূর্ব চন্দ্র, অ্যাডিশনাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ ডিফেন্স৷ উত্তরবঙ্গে আরও একটি দলের নেতৃত্ব দেবেন বিনীত যোশী, অ্যাডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট৷ দু’দলে মোট ১০ জন সদস্য বাংলার সাত জেলা পর্যবেক্ষণ করবেন বলে সূত্রের খবর৷

অন্যদিকে,  আজ সোমবার সকাল ৯টা ৫৭ মিনিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র টুইটারে জানানো হয়, পশ্চিমবঙ্গে ৭টি জেলায় করোনা পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে৷ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির পরিস্থিতি উদ্বেগজনক৷ ওই টুইট বার্তায় রাজ্যের পাশাপাশি মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশের করোনা সংক্রমিত এলাকার নামও উল্লেখ করা হয়েছে৷