বাংলায় আক্রান্তের তুলনায় মৃত্যুর হার বেশি: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

বাংলায় আক্রান্তের তুলনায় মৃত্যুর হার বেশি: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি ও কলকাতা: কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, ভারতে মৃত্যুর হার সব থেকে বেশি মহারাষ্ট্র, গুজরাত ও বাংলায়৷ যে হারে মানুষ আক্রান্ত হচ্ছেন, তার থেকে বেশি মারা মানুষ মারা গিয়েছেন৷ বাংলায় ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৷ তার মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে৷ আরও দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ মঙ্গলবার সুস্থ হয়ে কলকাতার বেলেঘাটা আইডি থেকে তিন জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

রাজ্যে ফের করোনা আক্রান্তের সন্ধান৷ বেলঘরিয়ার রথতলার বাসিন্দার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ কিন্তু ওই ব্যক্তির গত কয়েকমাসে বিদেশ বা অন্যরাজ্যে দূরের কথা, বেলঘরিয়ার বাইরে যাওয়ার কোনও ইতিহাস  নেই৷ করোনা আক্রান্ত ওই রোগীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ তাঁকে হাসপাতালের ভেন্টিশনে রাখা হয়েছে৷ তবে কীভাবে করোনা ভাইরাস পাওয়া গেল, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

জানা গিয়েছে, বেলঘরিয়া রথতলার ৫৭ বছরের বাসিন্দার একটি রোল চাউমিনের দোকান রয়েছে৷ তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন৷ নিয়মিত তাঁর ডায়ালিসিস হয় বলে জানা গিয়েছে৷ ২৩ মার্চ থেকে ওই ব্যক্তি প্রবল শ্বাসকষ্ট ও জ্বরে ভুগতে থাকেন৷ ২৬ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ রোগীর উপসর্গ শুনেই তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়৷  শ্বাসকষ্ট ও জ্বরের জন্য ওষুধ দেওয়া হয়৷ কাল তাঁর লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়৷ মঙ্গলরবার বেলেঘাটা নাইসেটে সেই পরীক্ষার রিপোর্ট পাওয়া গিয়েছে৷ জানা গিয়েছে, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন৷

এরপরেই স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়, ওই ব্যক্তির পরিবার যেন হাসপাতালে দেখতে না আসে৷ শুধু তাই নয়,  স্বাস্থ্যদপ্তরের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ হাসপাতালে যাঁরা যাঁরা ওই ব্যক্তির চিকিৎসার সঙ্গে জড়িত ছিলেন সেই নার্স, চিকিৎসক ও হাসপাতালের কর্মীকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ কিন্তু ওই ব্যক্তি কীভাবে করোনা আক্রান্ত হলেন, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ স্বাস্থ্য দপ্তরের তরফে ওই ব্যক্তিকে অন্য হাসপাতালে আনার পরিকল্পনা করা হলেও, আক্রান্তের শারীরিক অবস্থার কথা চিন্তা করেই সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =