কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাংলার প্রাপ্তি, ১০ হাজার কোটি বিনিয়োগের সিদ্ধান্ত মোদী সরকারের

কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাংলার জন্য বড় প্রাপ্তি৷ রাজ্যে উচ্চগতির সড়ক নির্মাণ প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিল মোদী সরকার। শুক্রবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মেদিনীপুরের খড়্গপুর থেকে মুর্শিদাবাদের …

modi bengal

কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাংলার জন্য বড় প্রাপ্তি৷ রাজ্যে উচ্চগতির সড়ক নির্মাণ প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিল মোদী সরকার। শুক্রবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মেদিনীপুরের খড়্গপুর থেকে মুর্শিদাবাদের  মোরগ্রাম পর্যন্ত চার লেনের জাতীয় সড়ক নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২৩১ কিলোমিটার দীর্ঘ হাই স্পিড করিডোর তৈরির জন্য ১০,২৪৭ কোটি টাকা বরাদ্দ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ যদিও এই ঘোষণায় একাংশের দাবি, বাংলায় আর্থিক বিকাশের নামে পুরনো প্রকল্পকেই নতুন করে ঘোষণা করল কেন্দ্র।

কেন্দ্রের দাবি, খড়্গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত এই করিডর নির্মাণের ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্যগুলিরও আর্থিক বিকাশ হবে। চার লেনের হাই স্পিড করিডরটি হাইব্রিড অ্যানিউটি মোডে তৈরি করা হবে। উল্লেখ্য, খড়্গপুর এবং মোরগ্রামের মধ্যে এখন দুই লেনের জাতীয় সড়ক রয়েছে।