কলকাতা: আগামী বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল ঘাটাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই সংক্রান্ত খবর আগেই প্রকাশিত হয়েছে aajbikel.com-এ৷ লোকসভা ভোটের আগে মন্ত্রিসভায় আসতে পারে নতুন৷ রাজ্য মন্ত্রিসভায় বদবদলের খবর প্রকাশ্যে আসতেই এবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে৷ সূত্রের খবর, পার্থবাবুকে শিক্ষা দপ্তর থেকে সরিয়ে দেওয়া এখন সময়ের অপেক্ষা৷ মন্ত্রিসভায় তাঁর অবস্থান টিকে থাকলেও সম্ভবত কম গুরুত্বপূর্ণ দপ্তরে সরিয়ে দেওয়া হতে পারে পার্থকে৷
চাকরি সংক্রান্ত সমস্ত খবর জানতে এখানে ক্লিক করুন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কেননা, দাড়িভিটকাণ্ড ও শিক্ষক নিয়োগ সংক্রান্ত একের পর অভিযোগ প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে থাকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা৷ দলের অন্দরেও তৈরি হয় বিতর্ক৷ এমনকী তৃণমূল শীর্ষস্থরেও শিক্ষামন্ত্রীর উপর তীব্র অসন্তুষ্ট যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দলনেত্রীও ক্ষিপ্ত৷ ফলে, এই পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল হলে পার্থবাবুর উপর শাস্তির খাড়া নেমে আসতে পারে বলে তৃণমূল সূত্রে খবর৷
শিক্ষা সংক্রান্ত সমস্ত খবর জানতে এখানে ক্লিক করুন
var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);
কিন্তু, কেন পার্থবাবুকে শিক্ষা দপ্তর থেকে সরানোর ব্যাপারে আগ্রহ তৃণমূলে? দলের অন্দরে খবর, শিক্ষক নিয়োগ নিয়ে ভূরি ভূরি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে৷ এই নিয়ে ক্ষুব্ধ দল৷ এছাড়াও কলেজে ভর্তির সময়ে তোলাবাজির অভিযোগে রীতিমত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের একাংশের সক্রিয়তা ও সিন্ডিকেট রাজ দমাতে ব্যর্থ শিক্ষামন্ত্রী৷ অভিযোগ, শিক্ষামন্ত্রী হয়েও অধিকাংশ দিন শিক্ষা দপ্তরে তথা বিকাশ ভবনে যান না৷ কলেজের অধ্যক্ষ বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের তাঁর নাকতলার বাড়িতে বা বিধানসভায় ডেকে পাঠান৷ এতে অধ্যক্ষ-উপাচার্যরা অনেকেই শিক্ষামন্ত্রীর উপর অসন্তুষ্ট৷ ফলে, একদিকে ছাত্রপরিষদের নিয়ন্ত্রণ ও অন্যদিকে শিক্ষা দপ্তরে দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী৷
এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন
আরও পড়ুন-
চালু হচ্ছে শিক্ষক-শিক্ষণের ৪ বছরের স্নাতক কোর্স, বিজ্ঞপ্তি NCTE-র