বাংলার শিক্ষাব্যবস্থার সঙ্গে জুড়তে চায় UNESCO, পাঠানো হল চিঠি

কলকাতা: পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে বহু প্রশ্ন। দুর্নীতির ইস্যুতে একাধিক গ্রেফতারি এবং দিনদিন বড় বড় তথ্য সামনে আসা। সব নিয়ে হইচই কিছু কম হচ্ছে না। কিন্তু এই সময়েও বড় ব্যাপার ঘটে গেল। রাজ্যের শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ইউনেস্কো। জানা গিয়েছে, ইউনেস্কোর 'ইন্সটিটিউট ফর লাইফ টাইম লার্নিং' নবান্নকে এই মর্মে চিঠি দিয়েছে।
আরও পড়ুন- ত্রিপুরায় NOTA-র চেয়েও নীচে তৃণমূল! 'তোলামুল পার্টি' বলে কটাক্ষ শুভেন্দুর
সূত্র মারফৎ জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠির সম্পর্কে জেনেছেন এবং তিনি ইউনেস্কোর প্রস্তাবে রাজি হয়েছেন। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই দ্বিপাক্ষিক বৈঠকে হতে পারে। আর তার আগে নবান্নের উচ্চপদস্থ অফিসারদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। বর্তমানে বাংলার শিক্ষাব্যবস্থা নিয়ে যে ডামাডোল চলছে তার মধ্যে এমন একটা খবরে স্বাভাবিকভাবেই হইচই পড়ে গিয়েছে। এমনিতেই আন্তর্জাতিক মঞ্চে পশ্চিমবঙ্গ সরকার একাধিকবার স্বীকৃতি পেয়েছে। কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প প্রশংসা পেয়েছে, এসেছে স্কচ পুরষ্কারও। তবে সবথেকে বড় বিষয় হয়তো এটাই ঘটে গেল।
ঠিক কী জানা গিয়েছে ইউনেস্কোর এই প্রস্তাব সম্পর্কে? আসলে ? ইউনেস্কোর 'ইন্সটিটিউট ফর লাইফ টাইম লার্নিং' বিভিন্ন দেশে শিক্ষাপ্রসারের কাজ করে থাকে। এই লার্নিং সেন্টার প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষায় প্রসার ঘটাতে সাহায্য করে পড়ুয়াদের। তারাই এবার জুড়তে চলেছে বাংলার শিক্ষাব্যবস্থার সঙ্গে। দুই পক্ষের মধ্যে এমন যদি কোনও চুক্তি স্বাক্ষর হয় তাহলে আবশ্যিকভাবে আগামী দিনে চাপ বাড়বে বিরোধীদের।