কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবি মেনে নিলেন কর্তৃপক্ষ৷ বৃহস্পতিবার কলেজ স্ট্রিটে প্রতিষ্ঠানের পোর্টিকোতে পড়ুয়ারা অবস্থান বিক্ষোভ করেন৷ উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে দু’দিন আগে পড়ুয়াদের তরফে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন৷
এদিন পড়ুয়াদের দাবি মেনে নয়া পাঠ্যক্রম সিবিসিএস নিয়ে সমস্ত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন৷ ঠিক হয়, কর্তৃপক্ষ একটি আবেদনপত্র প্রকাশ করবন৷ যে কোনও ছাত্রছাত্রী পরীক্ষা নিয়ামকের দফতর থেকে এই আবেদনপত্র সংগ্রহের পর তা পূরণ কে জমা দিলে তাঁদের মিড সেমের (সেমিস্টার) পাশ বিষয়গুলোর পরীক্ষাপত্রের প্রতিলিপি দেওয়া হবে। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের পরীক্ষাপত্র নিজেরাই পূনর্মূল্যায়ণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে সিবিসিএস চালু করা হয়েছে। পড়ুয়াদের দাবি ছিল, তাঁদের সেই ব্যাপারে কারও স্বচ্ছ ধারণা নেই। আজ বিজ্ঞান বিভাগের ডিন পড়ুয়াদের জানান, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সমস্ত বিভাগীয় প্রধান, বিজ্ঞান ও কলা বিভাগের ডিন এবং পড়ুয়া-প্রতিনিধিদের উপস্থিতিতে একটা আলোচনা হবে। আগামী সপ্তাহের মধ্যে বোর্ডে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হবে।