কলকাতা: আগামী রবিবার ষষ্ঠ দফার ভোটে ঝাড়গ্রামে প্রতি বুথে এক সেকশন, অর্থাৎ আটজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হিসেবে ঝাড়গ্রাম মাওবাদী প্রভাবিত জেলা (লেফ্ট উইং এক্সট্রিমিস্ট, বা এলডব্লুই) বলে চিহ্নিত। তাই সেখানে নিরাপত্তার আলাদা ব্যবস্থা করা হয়েছে।
আগে ঝাড়গ্রামের সঙ্গে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের একাংশ এলডব্লুই জেলা বলে চিহ্নিত ছিল। কিন্তু রাজ্যে মাওবাদী সমস্যা কমে যাওয়ায় ঝাড়গ্রাম বাদে বাকি জেলাগুলিকে ওই তকমা থেকে মুক্ত করা হয়। তাই ঝাড়গ্রামে নির্বিঘ্নে ভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন গত সপ্তাহে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী টহলদারি করার জন্য পাঠিয়ে দেয়।
শুক্রবার সন্ধ্যা ছ’টায় ষষ্ঠ দফার ভোট প্রচার শেষ হতেই ঝাড়খণ্ডের সঙ্গে সীমানা সিল করার নির্দেশও দেওয়া হয়েছে। তবে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় জঙ্গলমহলের জন্য এবার হেলিকপ্টার নিচ্ছে না কমিশন। অতীতের নির্বাচনে চারটি করে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল জঙ্গলমহলে। তবে দুর্গম এলাকায় ভোট পরিচালনায় স্যাটেলাইট ফোন ব্যবহার করবে কমিশন।
সাধারণত কোনও বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলে চারজন করে জওয়ান থাকেন। একমাত্র এলডব্লুই এলাকা বলে সেখানে আটজন করে জওয়ান থাকবেন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। কোনওভাবে যাতে ভোটপ্রক্রিয়া ব্যাঘ্যাত না ঘটে, তার জন্য নির্দেশও দেওয়া হয়েছে।