আজ থেকেই খুলছে উল্টোডাঙা উড়ালপুলের একাংশ

কলকাতা: কিছুটা হলেও স্বস্তি দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই খুলে যাচ্ছে উল্টোডাঙা উড়ালপুল৷ বিশেষজ্ঞ দলের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর উড়ালপুলের একাংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে, উড়ালপুল পুরোপুরি মেরামত করতে আরও দিন ২০ লেগে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ জানা গিয়েছে, যানজট মেকাবিলা করতে কলকাতা থেকে বিমানবন্দর অভিমুখের অংশটি খুলে দেওয়া হবে৷ হাডকো মোড় থেকে বিমানবন্দর

আজ থেকেই খুলছে উল্টোডাঙা উড়ালপুলের একাংশ

কলকাতা: কিছুটা হলেও স্বস্তি দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই খুলে যাচ্ছে উল্টোডাঙা উড়ালপুল৷ বিশেষজ্ঞ দলের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর উড়ালপুলের একাংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে, উড়ালপুল পুরোপুরি মেরামত করতে আরও দিন ২০ লেগে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷

জানা গিয়েছে, যানজট মেকাবিলা করতে কলকাতা থেকে বিমানবন্দর অভিমুখের অংশটি খুলে দেওয়া হবে৷ হাডকো মোড় থেকে বিমানবন্দর যাওয়ার অংশটির ফাটল মেরামত করা হবে৷ কিছু না হলেও এই অংশের কাজ শেষ হতে ২০ দিনের মতো সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা৷

আজ উড়ালপুলের পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল৷ পিলারের ফাটল পরীক্ষার করার পর যান চলাচল করানো যাবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ উড়ালপুল বন্ধ থাকায় গত ৩ দিন ধরে চরম দুর্ভোগে যাত্রীরা৷

আজ দুপুরে উল্টোডাঙা উড়ালপুল পরিদর্শন করেন ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি৷ কমিটিতে ছিলেন সেতু বিশেষজ্ঞ অমিতাভ ঘোষাল৷ তাঁর নেতৃত্বেই বিশেষজ্ঞরা সেতু-কাঠামোর সর্বশেষ অবস্থা খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করা হয়৷ কমিটিতে ছিলেন কেএমডিএর দুই ইঞ্জিনিয়ার আশিস সেন ও ভাস্কর সেনগুপ্ত, কনসালট্যান্ট সমীরণ সেন, খড়গপুর আইআইটির ডেপুটি ডিরেক্টর শ্রীমান ভট্টাচার্য ও বিশেষজ্ঞ সুব্রত চক্রবর্তী৷ এই কমিটি খতিয়ে দেখার পরই ফাটল দেখা দেওয়া পিলারটি মেরামত কীভাবে হবে, কখন উড়ালপুলে যান চলাচল করতে পারবে, তা নিয়ে সিদ্ধান্ত নেবে৷

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার কিছুদিন আগে উদ্বোধন হয়েছিল উল্টোডাঙা উড়ালপুলের৷ বাম আমলে তৈরি হওয়া এই উড়ালপুল ভেঙে পড়েছিল উদ্বোধনের ঠিক ২ বছর ২ মাসের মাথায়৷ দিনটা ছিল ২০১৩ সালের ৪ মার্চ৷ একটি লরি নিয়ে উড়ালপুলটি ভেঙে পড়ে৷ ভিআইপি রোড থেকে ইএম বাইপাস যাওয়ার উড়ালপুলটি ভেঙে পড়ায় সেবার কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি৷ আহত হয়েছিলেন তিনজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *