Aajbikel

রিপোর্টে সন্তুষ্ট নয় ইউজিসি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্রুত জবাব তলব

 | 
JU

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং সংক্রান্ত নির্দেশাবলি মানা হচ্ছে কি না, কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেছে, এইসব তথ্য ইউজিসি জানতে চেয়েছিল। প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর সেই সংক্রান্ত রিপোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের  পাঠায়। প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে, এই রিপোর্টে ইউজিসি 'সন্তুষ্ট' হয়েছে তাই এখনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল। কিন্তু এবার জানা গেল, যে রিপোর্ট যাদবপুর কর্তৃপক্ষ পাঠিয়েছিল তাতে তারা সন্তুষ্ট হয়নি। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার ফের যাদবপুরের কাছে একগুচ্ছ তথ্য চেয়ে পাঠিয়েছে তারা। 

গত বুধবার ইউজিসি'র প্রতিনিধি দলের আসার কথা ছিল যাদবপুরে। কিন্তু রেজিস্ট্রারের দাবি ছিল, যেহেতু তারা তাদের রিপোর্টে সন্তুষ্ট তাই প্রতিনিধি দল আসছে না। একই সঙ্গে এও জানানো হয়েছিল, ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে দফায় দফায় ইউজিসিকে রিপোর্ট দেবে তারা। তবে আজ জানা গিয়েছে, আগের পাঠানো রিপোর্টে ইউজিসি মোটেই সন্তুষ্ট হতে পারেনি। তাই তারা ১২ প্রশ্নের জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে। আশানুরূপ জবাব না পেলে ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিংয়ে লাগাম পরাতে ২০০৯ সালে ইউজিসি কিছু নীতি চালু করেছে। সেই নীতির শর্ত মেনেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কিছু প্রশ্ন করেছে তারা। সেই সব নীতি মানা হয়েছে কিনা তা-ই জানতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।  

Around The Web

Trending News

You May like