Aajbikel

‘‌খেলতে নামার আগে নিক্যাপটা লাগিয়ে আসবেন.. না হলে’‌, সুকান্তকে একহাত উদয়নের

 | 
উদয়ন

কোচবিহার: সংক্রান্তির আগেই বাংলা থেকে উধাও শীত৷ কিন্তু, পঞ্চায়েত ভোটের আগে রাজনীতির আঙিনায় চড়ছে উত্তেজনার পারদ৷ একুশের বিধানসভা ভোটে তৃণমূলের পাঞ্চলাইন এবার বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে৷ ‘খেলা হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷ তাঁর কথায়, ‘পঞ্চায়েতে খেলা হবে, বিজেপি খেলবে, কীভাবে খেলতে হয়, সেটা বিজেপি জানে।’ তবে এর পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ৷ সুকান্তকে খোঁচা দিয়ে বলেন, হাঁটুতে নিক্যাপ পরে খেলতে আসবেন৷  

আরও পড়ুন- ‘দিদির দূত’কে অভিযোগ জানাতে গিয়ে তৃণমূল কর্মীর হাতে থাপ্পড় খেলেন যুবক, ক্ষমা চাইলেন মন্ত্রী

শুক্রবার কোচবিহারের এক সভা থেকে সুর চড়িয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘এবার পঞ্চায়েতে খেলা হবে। বিজেপি খেলবে৷ কীভাবে খেলতে হয়, বিজেপি জানে।’’ শুধু তাই নয়, পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘পুলিশ খেলার মধ্যে চলে এলে পদপিষ্ট হয়ে যেতে পারেন।’ তাঁর কথায়, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তাই এবারের নির্বাচনে তারা যেন মাঠের বাইরে থেকে রেফারির কাজ করেন৷ 

সুকান্তর এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই মনে করছেন পঞ্চায়েত ভোটের আগে, পুলিশকে কার্যত হুমকি দিয়ে রাখলেন বিজেপির রাজ্য সভাপতি। এদিকে, সুকান্তকে এক হাত নিয়ে উদয়ন বলেন,  ‘‘ও চ্যালেঞ্জ করেছে যে পুলিশকে রেফারি করবেন, আর নির্বাচনের সময় খেলা হবে। আমি উত্তরে বলেছি, পুলিশ রেফারি হোক আপত্তি নেই। কিন্তু সেন্ট্রাল ফোর্সকেও মাঠের বাইরে থাকতে হবে। লাইন্সম্যানের ভূমিকা পালন করতে হবে। তারপর দম থাকলে খেলতে আসবেন। আর খেলতে নামার আগে নি–ক্যাপটা লাগিয়ে আসবেন। না হলে কিন্তু মুশকিলে পড়বেন।’’


 

Around The Web

Trending News

You May like