‘পৃথক রাজ্যের দাবিতে মিছিল করলে হাঁটু আস্ত থাকবে না’, বিস্ফোরক উদয়ন

‘পৃথক রাজ্যের দাবিতে মিছিল করলে হাঁটু আস্ত থাকবে না’, বিস্ফোরক উদয়ন

7cdf74dc98d9c4d56a1a14ae2d26da9e

কোচবিহার: ঝাঁঝাল মন্তব্যে ফের বোমা ফাটালেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ৷ পৃথক কোচবিহারের দাবি তোলা বিজেপি’কে তুলোধোনা করলেন তিনি৷ তাঁর হুঙ্কার, পৃথক রাজ্যের দাবিতে মিছিল করলে হাঁটু আস্ত থাকবে না। পালটা জবাব দিতে ছাড়েননি বিজেপি বিধায়ক মালতী রাভা৷ তিনি বলেন, ‘‘আমি মিছিল করছি৷ উনি আসুন। দেখি কে কার পা ভাঙে।” পুরভোটের আগে দুই দলের দুই বিধায়কের বাকযুদ্ধে তোলপাড় জেলার রাজনীতি৷ 

আরও পড়ুন- ২৪ ঘণ্টার মধ্যেই বদল ঘটবে আবহাওয়ার, ভোগাতে পারে ২ দিন

শুক্রবার কোচবিহারের তুফানগঞ্জ পুরসভার ১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গৌতম সরকারের হয়ে প্রচারে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন উদয়ন গুহ। কোভিড কালে জম সমাবেশে রাশ টানা হয়েছে৷ তাই এদিন নাগরিক কনভেনশনে যোগ দিয়েছিলেন তিনি৷ সেই সময়ই বিজেপি’র বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান তৃণমূল বিধায়ক৷ উল্লেখ্য, এর আগে গত ১৬ ফেব্রুয়ারি অনন্ত মহারাজের আমন্ত্রণে বাণেশ্বর এলাকায় গ্রেটার কোচবিহারের নেতা মহাবীর চিলা রায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কলকাতায় ফেরার পরপরই ওই মঞ্চ থেকেই পৃথক রাজ্যের দাবি তুলেছিলে কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা। সেই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন হুমকি দেন উদয়ন৷ 

গতকাল প্রচারে বেরিয়ে উদয়ন বলেন, ‘‘আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী অনুষ্ঠান থেকে ফেরার পর নিশীথ প্রামাণিক, মালতী রাভারা ওই মঞ্চ থেকেই আলাদা রাজ্যের দাবি তুলেছিলেন। যতক্ষণ মুখ্যমন্ত্রী ছিলেন, ততক্ষণ তাঁরা কিছুই বলার সাহস পাননি। পরে নেংটি ইঁদুরের মতো গিয়ে আলাদা রাজ্যের দাবি জানিয়েছে৷ আমি তো বলছি, কোচবিহারকে ভেঙে আলাদা রাজ্যের দাবিতে মিছিল করলে হাঁটু আস্ত নিয়ে আর ফিরতে হবে না।” তাঁর এই মন্তব্যেই দানা বেঁধেছে বিতর্ক৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *