নিশীথের নাম কোচবিহার থেকে মুছে যাবে, ও কাগুজে বাঘ, জিতে হুঙ্কার উদয়নের

নিশীথের নাম কোচবিহার থেকে মুছে যাবে, ও কাগুজে বাঘ, জিতে হুঙ্কার উদয়নের

ac3952f6124b0897f4edaf7cde925caf

দিনহাটা: বিধানসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের কাছে পরাজিত হয়েছিলেন তিনি৷ জয়ের খুব কাছাকাছি এসেও খালি হাতেই ফিরতে হয়েছিল তাঁকে৷ মাত্র ৫৭ ভোটে পরাজিত হয়েছিলেন তিনি৷ উপনির্বাচনে সেই উদয়ন গুহই জিতলেন ১ লক্ষ ৬০ হাজারের বেশি ভোটে৷ আর জিতেই তাঁর হুঙ্কার, কোচবিহার জেলা থেকে মুছে যাবে নিশীথ প্রামাণিকের নাম৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এমনই মন্তব্য তাঁর৷ 

আরও পড়ুন- মার্জিন বলে দিচ্ছে ভোটে কী হয়েছে! শাসকদলকে একহাত সুকান্তের

উপনির্বাচনের ভোট গণনার প্রথম থেকেই লিড নিয়ে নিয়েছিলেন উদয়ন গুহ৷ শেষ পর্যন্ত দেড় লক্ষের ব্যবধান পার করে যান তিনি৷ নিজের এই জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত উদয়নবাবু৷ নিশীথের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন,  এটা প্রমাণ হয়ে গিয়েছে যে উনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নন, উনি কেন্দ্রীয় প্রতিবন্ধী মন্ত্রী। এদিন উদয়নের গলায় ঝরে পরে আত্মবিশ্বাসের সুর৷ তিনি আরও বলেন, ‘‘কমল গুহ অনেক কিছুই পারেননি। আমি ওঁর ছায়ায় ঢাকা পড়ে গিয়েছি। পুরসভায় সব আসনে প্রার্থীর জয়, এটা বাবা পারেননি। আমি পেরেছি। আর আজ যে ফল হল তা আমার জীবদ্দশায় কেউ ভাঙতে পারবেন কি না সন্দহ রয়েছে।’’

তাঁর কথায় দিনহাটায় দলীয় কর্মীরা চ্যালেঞ্জ নিয়েছে এবং সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করেছে৷ এই প্রসঙ্গেই নিশীথের নাম টেনে উদয়ন বলেন, ‘‘কোচবিহার জেলায় এই দিনহাটার বুকে ভগবান তৈরির চেষ্টা হচ্ছিল৷ কিন্তু সেটা যে অন্তঃসার শূন্য, মূল্যহীন, সেটা আজ প্রমাণ করে দিতে পারলাম। নিশীথ প্রামাণিকের নাম আর কোচবিহারের রাজনীতিতে থাকবে না৷ সেই ব্যবস্থাই করে দিলাম৷ ও কাগুজে বাঘ।’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *