দাঁড়ালই বা কেন, আর পদত্যাগই বা কেন করল! নিশীথকে নিয়ে প্রশ্ন উদয়নের

দাঁড়ালই বা কেন, আর পদত্যাগই বা কেন করল! নিশীথকে নিয়ে প্রশ্ন উদয়নের

দিনহাটা: বিধানসভা নির্বাচনে বাংলায় একাধিক সাংসদকে দাঁড় করিয়েছিল গেরুয়া শিবির। তাদের মধ্যে বেশিরভাগ প্রার্থী পরাজিত হলেও দুজন সাংসদ প্রার্থী জিতেছিলেন। তাদের মধ্যে একজন হলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। যদিও তার জয় নিয়ে এখনও প্রশ্ন রয়েছে কারণ তিনি মাত্র ৫৭ ভোটে জিতে ছিলেন। তবে বিধায়ক হওয়ার পর সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। অতএব জেতার পরেও এখন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শূন্য। এই ইস্যুতে এবার প্রশ্ন তুললেন দিনহাটার পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ।

নিশীথ প্রামানিক বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরে উদয়ন গুহ প্রশ্ন তুলেছেন, নিশীথ দাঁড়ালোই বা কেন, আর ফল ঘোষণার পরে ইস্তফাই কেন দিল, সেটা তিনি বুঝলেন না। তাঁর কথায়, তৃণমূল কংগ্রেস আগেই বলেছিল যে ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী জিতবে হয় লোকসভা বা বিধানসভা নির্বাচন আবার হবে। কিন্তু হয়তো সাধারণ মানুষকে বোঝাতে তিনি ব্যর্থ হয়েছেন। তবে এখন সেই একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে দিনহাটায়। নিশীথ প্রামানিক বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ফলে সেখানে আবার নির্বাচন হবে। কিন্তু এখন দিনহাটার বিধায়ক শূন্য হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই নিশিত প্রামানিককে নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন। উল্লেখ্য, নিশীথের মতই রানাঘাটের সাংসদ তথা শান্তিপুর বিধানসভায় জয়ী বিজেপি প্রার্থীর জগন্নাথ সরকার ইস্তফা দিয়েছেন বিধায়ক পদ থেকে। সেখানেও আবার নির্বাচন হবে।

 

এদিকে গতকাল ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। গতকাল তাদের কনভয় ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়। কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান শুনতে হয় রাজ্যপাল এবং নিশীথকে। পরবর্তী ক্ষেত্রে দিনহাটা থানার আইসিকে সকলের সামনে প্রবল ভর্ৎসনা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। একইসঙ্গে বাংলার আইন, শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন তোলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *