বাগুইআটিতে ভয়াবহ দুর্ঘটনা, দুই মহিলা-সহ জখম চার

বাগুইআটিতে ভয়াবহ দুর্ঘটনা, দুই মহিলা-সহ জখম চার

73069d81fdb6d47ebc959f2c2e6f1dab

 

কলকাতা: ভয়াবহ পথ দুর্ঘটনা, বাগুইআটি হাতিয়াড়া রোডে। বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ অটোর। দুই মহিলা সহ চারজন গুরুতর আহত। আশঙ্কাজনক অবস্থায় অটো যাত্রীদের নিকটবর্তী একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ। বর্তমানে তীব্র যানজট এই হাতিয়াড়া রোডে। হাতিয়াড়া রোডের এই দুর্ঘটনা প্রথম নয়, এর আগেও একাধিক দুর্ঘটনায় মৃত্যু হয় বহু পথচারীর।

প্রত্যক্ষদর্শীরা জানান, 30C রুটের একটি বাস হাতিয়াড়া দিক থেকে বাগুইআটির দিকে যাচ্ছিল৷ ঠিক সেই সময় একটি অটো বাগুইআটির দিক থেকে হাতিয়াড়ার দিকে যাচ্ছিল৷ জর্দাবাগানের কাছে মুখোমুখি ধাক্কা লাগে বাস এবং অটো। অটোচালক সহ আরো তিনজন যাত্রী তারা আহত হয়। দুই মহিলা ছিল অটোতে৷ তাঁরা গুরুতর আহত হয়। তাদেরকে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। অটোচালকদের দাবি মদ্যপ অবস্থা ছিল বাস চালক৷ এর পরেই উত্তেজিত লোকজন এবং অটোচালকেরা বাস ভাঙচুর করে উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ।

বাসিন্দারা জানান, এই রাস্তায় চলা ৩০সি রুটের বাসের গতি থাকে অত্যন্ত দ্রুত৷ সেই কারণেই এই দুর্ঘটনা৷ এছাড়া এই রাস্তার ধারে আছে একাধিক স্কুল, চিন্তিত স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে বাসিন্দারাও। তাঁদের কথায়, মুখ্যমন্ত্রী থেকে রাজ্য প্রশাসন বারংবার বলার পরও কিছুতেই বাগে আনা যাচ্ছে না দুর্ঘটনায়৷ বরং বেপরোয়া গাড়ি চালকদের দৌরাত্ম্য দিনকে দিন বেড়েই চলেছে৷ সকলেরই দাবি, বেপরোয়া চালকদের দৌরাত্ম্য বন্ধে তৎপর হোক প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *