দুটি টিকার সার্টিফিকেট ‘মাস্ট’, রাজ্যে প্রবেশের নয়া নির্দেশিকা

দুটি টিকার সার্টিফিকেট ‘মাস্ট’, রাজ্যে প্রবেশের নয়া নির্দেশিকা

কলকাতা: করোনা ভাইরাস ভ্যাকসিনের সার্টিফিকেট এবং আর্টিফিশিয়াল নেগেটিভ রিপোর্ট নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। নির্দেশিকা দিয়ে স্পষ্ট জানানো হল যে, বিমানে করে বাংলায় আসা যাত্রীদের দেখাতে হবে দুটি করোনাভাইরাস ভ্যাকসিনের সার্টিফিকেট অথবা শেষ ৭২ ঘন্টার মধ্যে করা করোনাভাইরাস rt-pcr টেস্টের নেগেটিভ রিপোর্ট। গতকাল থেকেই এই নির্দেশিকা কার্যকর হয়ে গিয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। 

উপরিউক্ত নির্দেশিকা ছাড়াও রাজ্য সরকার আরো জানিয়ে দিয়েছে, এবার থেকে সপ্তাহে তিন দিনের বেশি নাগপুর, আহমেদাবাদ এবং পুনেতে বিমান যাতায়াত করবে না। এই বিষয়ে যদি কারোর আলাদাভাবে কিছু জানার থাকে তাহলে সংশ্লিষ্ট উড়ান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সম্প্রতি বাংলার করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণ হারিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ বিগত কয়েকদিন ধরে প্রায় হাজারের কাছাকাছি সংক্রমণ। ইতিমধ্যেই উৎসব মরসুমে রাস্তায় যে ভিড় হয়েছে তা আশঙ্কা বাড়িয়েছে অনেকটাই। পাশাপাশি করোনাভাইরাস তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তো অনেক আগে থেকেই রয়েছে। সেই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। 

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর সময় একাধিক বিধি-নিষেধ জারি করেছিল রাজ্য সরকার। আদালতের তরফেও একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু আদতে সেসব কিছুই মানা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে খোদ কলকাতা হাইকোর্ট। এরই মধ্যে আবার রয়েছে দীপাবলি, কালীপুজো। তাই এখন আবার যে বাড়তি সর্তকতা নিতে হবে সাধারণ মানুষকে তা আলাদা ভাবে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখনই আবারো শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা, পুরোদমে যাত্রীরা এই পরিষেবা ব্যবহার করছে। তাই চিকিৎসক মহল মনে করছে যে এখন শুধুমাত্র সাধারন মানুষের বুদ্ধি এবং সচেতনতা সংক্রমণ কমাতে কাজ করবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *