স্কুলে শিক্ষকদের বচসা, প্রতিবাদ জানিয়ে শিক্ষকের ঘুষিতে জখম দুই ছাত্র

বাঁকুড়া: শিক্ষকের ঘুষিতে জখম দুই ছাত্র৷ ঘটনা বাঁকুড়ার ওন্দা থানার রামসাগর হাই স্কুলের৷ এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে স্কুলের ছাত্র ও অভিভাবকরা৷ স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুল চত্বরেই সত্যরঞ্জন মণ্ডল ও ভৈরব পাল নামের দুই শিক্ষক নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন৷ স্কুলের ছাত্রদের অভিযোগ

f4b1e7357c95c4eb660eb089a8d63729

স্কুলে শিক্ষকদের বচসা, প্রতিবাদ জানিয়ে শিক্ষকের ঘুষিতে জখম দুই ছাত্র

বাঁকুড়া: শিক্ষকের ঘুষিতে জখম দুই ছাত্র৷ ঘটনা বাঁকুড়ার ওন্দা থানার রামসাগর হাই স্কুলের৷ এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে স্কুলের ছাত্র ও অভিভাবকরা৷

স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুল চত্বরেই সত্যরঞ্জন মণ্ডল ও ভৈরব পাল নামের দুই শিক্ষক নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন৷ স্কুলের ছাত্রদের অভিযোগ ভৈরব পাল সত্যরঞ্জন মণ্ডলকে মারধর করেন৷ স্কুল চত্বরে ঘটা এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে ক্লাস বয়কট করে রামসাগর হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্ররা৷ দুপুরের দিকে স্কুলের একাদশ শ্রেণির ছাত্ররা প্রধান শিক্ষকের কাছে গতকালের ঘটনার বিচার চাইতে যায়৷ অভিযোগ সেই সময় স্কুলের সহ শিক্ষক জয়দেব মণ্ডল সৌভিক পাল ও নির্মলেন্দু ভট্টাচার্য নামের দুই ছাত্রকে বেধড়ক মারধর করেন৷ মার খেয়ে জখম হয় সৌভিক পাল৷

প্রথমে তাকে রামসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ পরে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে রামসাগর হাইস্কুলে৷ ছাত্র ও অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হয় রামসাগর হাই স্কুল৷ পরিস্থিতি সামাল দিতে ওন্দা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়৷ পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসে স্কুল শিক্ষক, পরিচালন সমিতি ও অভিভাবকরা৷ এর আগেও অভিযুক্ত শিক্ষক এমন মারধরের ঘটনা ঘটিয়েছিলেন। এছাড়াও ওই শিক্ষকের বিরুদ্ধে নানান অভিযোগ করে আহত ছাত্ররা। অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে ছাত্র ও অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষক জয়দেব মন্ডল মারধরের ঘটনা স্বীকার করে নিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *