হাজিরা না থাকা পড়ুয়াদের ছাড়ের দাবি জানাল দুই ছাত্র সংগঠন

কলকাতা: প্রথমে ভর্তি নিয়ে গোলমাল। এবার হাজিরা না থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে দেওয়ার আজব দাবি। শহরের একাধিক কলেজের পড়ুয়াদের এমন দাবিতে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে, তাতে বেশ বিরক্ত শিক্ষামহল। কী করলে এই ঘটনা কমতে পারে, সে ব্যাপারে উঠে আসছে নানা মতামত। কেউ বলছেন পড়ুয়াদের কাউন্সেলিং দরকার, কারও মতে পড়ুয়াদের নিয়ে নিয়মিত অভিভাবক-শিক্ষক মিটিং করতে হবে।

হাজিরা না থাকা পড়ুয়াদের ছাড়ের দাবি জানাল দুই ছাত্র সংগঠন

কলকাতা: প্রথমে ভর্তি নিয়ে গোলমাল। এবার হাজিরা না থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে দেওয়ার আজব দাবি। শহরের একাধিক কলেজের পড়ুয়াদের এমন দাবিতে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে, তাতে বেশ বিরক্ত শিক্ষামহল। কী করলে এই ঘটনা কমতে পারে, সে ব্যাপারে উঠে আসছে নানা মতামত। কেউ বলছেন পড়ুয়াদের কাউন্সেলিং দরকার, কারও মতে পড়ুয়াদের নিয়ে নিয়মিত অভিভাবক-শিক্ষক মিটিং করতে হবে। এদিকে, এই হাজিরা না থাকা পড়ুয়াদের এবারের মতো পরীক্ষায় বসার জন্য ছাড় দেওয়ার দাবি জানিয়েছে এসএফআই এবং ছাত্র পরিষদ (সিপি)। বিষয়গুলি নিয়ে আজ, সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছে এসএফআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 7 =