প্রবল বিস্ফোরণে কাঁপল দাঁতন থানা, জখম দুই পুলিশ কর্মী

প্রবল বিস্ফোরণে কাঁপল দাঁতন থানা, জখম দুই পুলিশ কর্মী৷ রবিবার বিকালের এই ঘটনায় দাঁতন থানা চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ বিস্ফোরণের শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে যান অন্য পুলিশকর্মীরা৷ পরে, তাঁদের গুরুতর জখম অবস্থা উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়৷ আহত দিব্যেন্দু আচারিয়া ও আশিস দাসকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ কিন্তু, থানা চত্বরে বিস্ফোরণের

প্রবল বিস্ফোরণে কাঁপল দাঁতন থানা, জখম দুই পুলিশ কর্মী

প্রবল বিস্ফোরণে কাঁপল দাঁতন থানা, জখম দুই পুলিশ কর্মী৷ রবিবার বিকালের এই ঘটনায় দাঁতন থানা চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ বিস্ফোরণের শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে যান অন্য পুলিশকর্মীরা৷ পরে, তাঁদের গুরুতর জখম অবস্থা উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়৷ আহত দিব্যেন্দু আচারিয়া ও আশিস দাসকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ কিন্তু, থানা চত্বরে বিস্ফোরণের ঘটনায় প্রশ্নের মুখে স্থানীয়দের নিরাপত্তা৷

জানা গিয়েছে, এদিন বিকালে থানা লাগোয়া একটি বিল্ডিংয়ের সাফাইকাজ চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে৷ মনে করা হচ্ছে, আবর্জনার স্তূপের মধ্যেই রাখা ছিল বিস্ফোরণ৷ জঞ্জাল সরাতে গিয়েই ঘটে বিপত্তি৷ কিন্তু, থানার মধ্যেই কীভাবে বিস্ফোরক এল তা নিয়েও উঠছে প্রশ্ন৷ বিতর্ক ঢাকতে বিভাগীয় তদন্ত শুরু করেছে দাঁতানের প্রশাসনির কর্তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =