রাজ্যে ফের আল কায়দা জঙ্গির খোঁজ, উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার দুই

রাজ্যে ফের আল কায়দা জঙ্গির খোঁজ, উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার দুই

শাসন: স্বাধীনতা দিবসের পরপরই কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনার শাসন থেকে গ্রেফতার করা হল দুই আল কায়দা জঙ্গিকে। রাজ্য পুলিশের এসটিএফের জালে ধরা পড়ল ওই দুই জঙ্গি। বুধবার সন্ধ্যায় এই দুই সন্দেহভাজন জঙ্গিকে উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের বিরুদ্ধে পুলিশ ইউপিএ ধারায় মামলার রুজু করেছে। বৃহস্পতিবারই ওই ধৃত দুজনকে আদালতে তোলা হতে পারে বলে জানা যাচ্ছে। 

তদন্তকারীদের সূত্রে খবর, ধৃতরা হল আব্দুর রকিব সরকার ওরফে হাবিবুল্লা ওরফে হারিফ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা সে। অপর ধৃত কাজি আহসান উল্লাহ ওরফে হাসান। সে হুগলির আরামবাগের বাসিন্দা। আব্দুর রকিবকে প্রথমে গ্রেপ্তার করে এসটিএফ। তারপর তাকে জেরা করে কাজি আহসান উল্লাহর খোঁজ মেলে। দু’জনকে জেরা করে মোট ১৭ জনের নাম সামনে এসেছে বলেই খবর। ধৃত দু’জনের আল কায়দা জঙ্গি। নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর হয়ে তারা বহুদিন ধরে কাজ করত বলেই খবর।

উল্লেখ্য দিন কয়েক আগে গোয়েন্দা সূত্রে খবর মিলেছে ইসলামিক স্টেটকে টেক্কা দিতে নেট দুনিয়ায় বিপুল প্রচার অভিযান শুরু করেছে আল-কায়েদা। একাধিক নিষিদ্ধ ওয়েবসাইট মারফত জেহাদের বিষ ছড়াচ্ছে এই সংগঠন। দিনকয়েক আগে এমনই কিছু ওয়েবসাইট চিহ্নিত করে সেগুলি বন্ধ করা হলে ফের অন্য নামে আরো কয়েকটি জেহাদী ওয়েবসাইট খুলেছে আল-কায়েদা। এই সাইট গুলোর মধ্যে প্রায় এক ডজনরও বেশি ওয়েবসাইট আমাদের রাজ্য বাংলা থেকেই সরাসরি অপারেট করা হচ্ছে বলে খবর। এই সাইটগুলির মাধ্যমে এই জঙ্গি সংগঠনের শীর্ষ যে যে নেতারা রয়েছে তারা আরবি বক্তব্যকে বাংলায় অনুবাদ করে প্রচার কাজ চালাচ্ছে। সব মিলিয়ে যত দিন যাচ্ছে ততই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আল কায়েদার শিকড় আরো মজবুত হয়ে উঠছে বলেই গোয়েন্দা সূত্রে খবর।

তবে শুধু বাংলা নয়, বাংলা ছাড়াও আরো একাধিক ভাষায় নানা উস্কানিমূলক মন্তব্য এবং আচরণ বিধি প্রকাশ করতে শুরু করেছে এই জঙ্গি সংগঠনটি। সম্প্রতি সংবাদমাধ্যমে একটি অডিও বার্তায়তেও সংগঠনটি সদস্যদের কার্যকলাপের পন্থা নির্দিষ্ট করে প্রকাশ করা হয়েছে। এই সমস্ত সূত্র ধরেই সম্প্রতি তদন্তে নেমেছিল এস টি এফ। তারপরেই বুধবার সন্ধ্যা থেকে উত্তর ২৪ পরগনা শাসনে শুরু হয়েছিল তল্লাশি অভিযান। আর সেখান থেকেই হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ওই দুই আল কায়দা জঙ্গিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =