এনআরএস কুকুরছানা হত্যাকাণ্ডে আটক দুই নার্সিং পড়ুয়া

কলকাতা: এনআরএস কুকুরছানা হত্যাকাণ্ডে দু’ই নার্সিং পড়ুয়াকে আটক করল পুলিশ৷ ঘটনার তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ৫ জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে৷ ধৃতদের জেলা করে গোটা ঘটনার জাল গোটাতে মরিয়া চেষ্টা শুরু করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, ধৃত নার্সিং পড়ুয়া অপরাধ কবুল করেছে৷ ধৃতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়৷ দুই

332f1f0afa9f5c86a62604ff8247ab52

এনআরএস কুকুরছানা হত্যাকাণ্ডে আটক দুই নার্সিং পড়ুয়া

কলকাতা: এনআরএস কুকুরছানা হত্যাকাণ্ডে দু’ই নার্সিং পড়ুয়াকে আটক করল পুলিশ৷ ঘটনার তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ৫ জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে৷ ধৃতদের জেলা করে গোটা ঘটনার জাল গোটাতে মরিয়া চেষ্টা শুরু করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, ধৃত নার্সিং পড়ুয়া অপরাধ কবুল করেছে৷ ধৃতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়৷ দুই পড়ুয়ার ভবিষ্যতের কথা ভেবে শাস্তি লঘু করা হবে কি না, তা নিয়ে চলছে জোর জল্পনা৷

এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের পার্কিং লটে ১৬টি কুকুরছানাকে মারধর করে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে৷ সোমবার বেলগাছিয়ার প্রাণিসম্পদ বিভাগের মর্গে ওই কুকুরগুলির ময়নাতদন্ত হয়৷ তাতেই উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য৷

ঘটনায় হাসপাতালের এক নার্সিং ছাত্রীর যোগ থাকার ভিডিও ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ কুকুর কাণ্ডের তদন্ত অনেকটাই গুটিয়ে এনেছে৷ দু’-একদিনের মধ্যে অভিযুক্ত বা অভিযুক্তদের পাকড়াও করার সম্ভবনাও দেখা দিয়েছে৷ পুলিশ ও প্রাণিসম্পদ দপ্তর সূত্রের খবর, ১৬টির মধ্যে ১০টি কুকুরছানার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পেয়েছেন ময়নাতদন্তকারীরা৷ পাঁজরেও ব্যাপক মারধর করার চিহ্ন রয়েছে৷ বাকি ছ’টি কুকুরছানার যকৃৎ, পাকস্থলী সহ একাধিক অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক আঘাত রয়েছে৷ আঘাতের প্রকৃতি থেকে মনে হয়েছে, কোনও কিছু দিয়ে সম্ভবত পিটিয়ে মারা হয়েছে তাদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *