কলকাতা: দু’ধাপে ইতিমধ্যেই ৩৩৭ কোম্পানি বাহিনী রাজ্যে চলে এসেছে পঞ্চায়েত নির্বাচনের জন্য। বাকি ৪৮৫ কোম্পানি বাহিনীও চলে আসবে। এবার নির্বাচনে বাহিনী ব্যবহার থেকে বাকি কাজের জন্য দু’জন নোডাল অফিসার নিয়োগ করা হল। রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে দুই অফিসারের নাম জানিয়েছে। একজন হলেন, আইজিপি জাভেদ শামীম, অন্যজন, ডব্লিউবিসিএস অমিতাভ সেনগুপ্ত। বাহিনী মোতায়েনের ক্ষেত্রে কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন তারা।
মোট ৮২২ কোম্পানি বাহিনীই পেতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। এমন ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই ক্ষেত্রে এবার প্রশ্ন উঠেছে প্রতি বুথে আদতে কেন্দ্রীয় বাহিনী থাকতে চলেছে কিনা। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি-র সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। জানা গিয়েছে, ভোটে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে কী ভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।
আসলে তারা ভেবে নিয়েছিলেন যে, বাকি বাহিনী আসবে না তাই যে বাহিনী আছে তা প্রতি বুথে মোতায়েন করা সম্ভব নয়। সেক্ষেত্রে বুথে রাজ্য পুলিশ থাকবে এবং ভোট কেন্দ্র পাহারা বা এলাকা টহলদারিতে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এখন ৮২২ কোম্পানি বাহিনীই এসে যাওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, তাই দেখার। সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। যদিও এখনও পর্যন্ত প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন কি না, তা নির্দিষ্ট করে কিছু জানায়নি রাজ্য নির্বাচন কমিশন।