কলকাতা: আগামী ৬ জানুয়ারি ৮২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন। ইতিমধ্যেই ভোটের প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। নতুন বছরের শুরুতেই ফিরহাদের সমর্থনে প্রচারে নামলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
শোভন চট্টোপাধ্যায়ের মেয়র পদ থেকে ইস্তাফা দেওয়ার পরে দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম৷ পুরসভার সংশোধিত আইন অনুযায়ী এবার নির্বাচনে জিতে আসার পালা৷ ৮২ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন ফিরহাদ হাকিম৷ ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রণব বিশ্বাসের জায়গায় লড়বেন তিনি। নতুন বছরের দ্বিতীয় দিনেই ভোটারদের দরজায় হাত জোড় করে হাজির প্রার্থী। প্রিয় ববিদাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান অনেকে।
মাথায় ফুল ছুড়ে তৃণমূল প্রার্থীকে সমর্থনের বার্তাও দিলেন কেউ কেউ। এদিন দুপুরেই ফিরহাদের সমর্থনে ভোটের সারেন মন্ত্রী অরূপ বিশ্বাস। চেতলা পার্ক থেকে শুরু প্রচার মিছিল। কমপক্ষে ১০ হাজার মানুষ অরূপ বিশ্বাসের নেতৃত্বে মিছিলে পা মেলান। ছিলেন যাদবপুর-টালিগঞ্জের কাউন্সিলররাও। রাজনৈতিক মহলের মতে, বছরের শুরু থেকেই বাসিন্দাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব।