বাংলার জন্য লোকবল বাড়াল বিজেপি, পদ খোয়ালেন এই নেতা

বাংলার জন্য লোকবল বাড়াল বিজেপি, পদ খোয়ালেন এই নেতা

কলকাতা: বছর ঘুরতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তারপর ২০২৪ সালের লোকসভা ভোট। দেখতে গেলে সময় যে খুব বেশি বাকি তা নয়। তাই বিজেপি শিবির বাংলাকে নিয়ে এখন থেকেই অনেকটা বেশিই ভাবনা চিন্তা করছে। ২০২১ সালের বঙ্গ নির্বাচনে ভরাডুবির পর এই দুটি ভোটই এখন তাদের পাখির চোখ। তাই বাংলার জন্য লোকবল বাড়াল গেরুয়া শিবির।

আরও পড়ুন- বাগুইআটির জোড়া খুনে গ্রেফতার মাস্টারমাইন্ড সত্যেন্দ্র, হাওড়া স্টেশন থেকে ধরল পুলিশ

কিছুদিন আগেই কৈলাস বিজয়বর্গীয়কে পদ থেকে সরিয়ে তাঁর জায়গায় রাজ্যের দায়িত্ব দেওয়া হয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলকে। যদিও বাংলা ছাড়াও ওড়িশা ও তেলঙ্গানার দায়িত্ব পেয়েছেন তিনি। এবার শুধু বাংলার জন্য পর্যবেক্ষক করে পাঠানো হল বিহারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডেকে। একই সঙ্গে আরও এক জন সহ-পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে দলের সর্বভারতীয় সম্পাদক আশা লাকড়াকে। তিনি আবার রাঁচী পুরসভার মেয়রও। আর তিনিই হলেন রাজ্য বিজেপির প্রথম কোনও মহিলা সহ-পর্যবেক্ষক। এতএব বোঝাই যাচ্ছে, তৃণমূল স্তর থেকেই সংগঠন মজবুত করার কাজ পুরোদমেই শুরু করেছে বিজেপি।

এদিকে পদ খোয়ালেন বিজেপির জাতীয় সম্পাদক পদে থাকা অনুপম হাজরা। বিহারের সহ-পর্যবেক্ষক ছিলেন তিনি। কিন্তু তাঁর দায়িত্ব কমিয়ে দিয়েছেন খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বেশ কিছুদিন যাবত দলকে নিয়ে বিরূপ মন্তব্য করতে শোনা যাচ্ছিল অনুপমকে। রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্যেরও সমালোচনা করেন। অনেকেই মনে করছেন, এই কারণেই তাঁকে পদ থেকে সরানো হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 5 =