‘বেয়াদপি’ চলবে না! পাটুলির ঘটনায় দুই কাউন্সিলরকে শোকজ

কলকাতা: পাটুলিকাণ্ডে কড়া অবস্থান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘বেয়াদপি’ বরদাস্ত নয়! মুখ্যমন্ত্রীর নির্দেশে দুই তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল ও তারকেশ্বর চক্রবর্তীকে শোকজ করলেন রাজ্য সভাপতি…

কলকাতা: পাটুলিকাণ্ডে কড়া অবস্থান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘বেয়াদপি’ বরদাস্ত নয়! মুখ্যমন্ত্রীর নির্দেশে দুই তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল ও তারকেশ্বর চক্রবর্তীকে শোকজ করলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

 

সংগঠনের দিকটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই ছেড়ে রেখেছিলেন তৃণণূস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লোকসভা ভোটের পর চিকিৎসার জন্য সাংগঠনিক ব্যাপার থেকে সাময়িক বিরতি নিয়েছেন অভিষেক। এরই মধ্যে শক্ত হাতে ফের সংগঠনের রাশ ধরলেন মমতা।

 

পাটুলির মেলার মাঠে রয়েছএ স্থানীয় কাউন্সির স্বরাজ মণ্ডলের কার্যলয়৷ সেখানে সপ্তাহে একদিন করে এসে বসেন বিধায়ক দেবব্রত মজুমদার৷ অভিযোগ, কাউন্সিলর নিজের কার্যালয়ে বসতে গেলে বিধায়ক ও ১১ নম্বর বোরো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা তাঁকে বাধা দেন৷ বলা হয়, ওই চেয়ারে বসা যাবে না। এই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয় বচসা। অভিযোগ, কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে মারধরও করা হয়। ঘুষি মারে মুখ ফাটিয়ে দেওয়া হয়। এই অভিযোগ অস্বীকার করে তারকেশ্বর চক্রবর্তী বলেন, বেআইনি নির্মাণ থেকে টাকা তোলেন স্বরাজ। সেই বিষয়টি ধামাচাপা দিতেই এই অভিযোগ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *