খোলা হল জোড়া কন্ট্রোল রুম, যুদ্ধ আটকে পড়া বাঙালিদের ফেরাতে তৎপর রাজ্য

খোলা হল জোড়া কন্ট্রোল রুম, যুদ্ধ আটকে পড়া বাঙালিদের ফেরাতে তৎপর রাজ্য

two control rooms

কলকাতা: ইজরায়েল-হামাস যুদ্ধে এই মুহূর্তে আটকে আছেন একাধিক বিদেশি নাগরিক। অন্যান্য দেশের মতো ভারতেরও বহু মানুষ এখন ইজরায়েলে বাঙ্কার বন্দি। তাদের মধ্যে বেশ কয়েকজন বাঙালিও আছে বটে। তাদের দেশে ফেরাতে এবার তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের তরফে নবান্ন ও বঙ্গভবনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিশদে এই ব্যাপারে জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়া ২১২ জন ভারতীয়কে উদ্ধার করে আজই দেশে ফিরেছে ‘অপারেশন অজয়ে’র প্রথম চার্টার উড়ান৷ জানা গিয়েছে, ২১২ জন ভারতীয়দের মধ্যে ৫৩ জন বাঙালিও আছেন। তাঁদের রাজ্যে ফেরার জন্য রেলের টিকিটের ব্যবস্থা করেছে নবান্নই। এছাড়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের মুখ্যসচিব ও দিল্লির রেসিডেন্ট কমিশনারকে তিনি বলেছেন, যাঁরা আটকে রয়েছেন তাঁদের নিখরচায় দেশে ও রাজ্যে ফেরাতে সব রকমের সরকারি সহযোগিতা করা হবে। বঙ্গভবনে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে তার নম্বর – ০১১-২৩৭১-০৩৬২/ ০১১-২৩৭২-১৯৯১। নবান্নের নম্বর ০৩৩-২২১৪-৩৫২৬।  

প্রসঙ্গত, বৃহস্পতিবার, স্থানীয় সময় রাত ১০টা নাগাদ, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ‘অপারেশন অজয়ে’র প্রথম বিমান। উদ্ধার হওয়া যাত্রীদের স্বাগত জানানোর জন্য এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি বিভাগের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। যাঁরা দেশে ফিরতে চাইছেন, তাঁদের বিমানের ভাড়া মেটাতে হবে না৷ ভারতীয় দূতাবাসের তরফে ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের জানানো হয়েছিল, যাঁরা আগে আসবেন, তাঁরা আগে বিমানে আসন পাবেন। সেই মোতাবেক প্রথম দফায় ২১২ জনকে ইজরায়েল থেকে ফিরেয়ে আনে কেন্দ্রের বিমান৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *