ইংরেজবাজার: মালদহে সাসপেন্ড পাঁচ সিভিক ভলান্টিয়ার। লক্ষ্মী পুজোর দিনে জুয়ার আসর বসিয়ে সাসপেন্ড। পাঁচজন সিভিক ভলান্টিয়ারকে এক বছরের জন্য সাসপেন্ড করল মালদা জেলা পুলিশ।
সূত্রের খবর: ওই পাঁচ জন সিভিক ভলেন্টিয়ার মানিকচক থানায় কর্তব্যরত ছিলেন। মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খয়েরতলা এলাকায় জুয়ার আসর বসিয়ে ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়। পাশাপাশি আরও তিন সিভিক ভলান্টিয়ারকেও সাসপেন্ড করা হয়েছে। দুর্গাপূজার সময় সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করেননি ওই তিন সিভিক ভলান্টিয়ার। সবমিলিয়ে দুটি পৃথক ঘটনায় পাঁচ সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করে মালদহ জেলা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিকচকের নাজিরপুর গ্রামে জুয়ার রমরমা আসর বসানো নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। অভিযোগের তির পুলিশের দিকেই ছিল। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় পুলিশের উপস্থিতিতে জুয়ার ঠেক চলতে থাকায় সেখানে দিনকে দিন বাড়ছিল জুয়াড়ির সংখ্যা৷ যার জেরে সর্বশান্ত হচ্ছিল গ্রামের একাধিক পরিবার৷ ফলে গ্রামের অনেকেই জুয়ার ঠেক নিয়ে আপত্তি জানালেও সিভিক ভলেন্টিয়ারদের দাপটে কিছু করে উঠতে পারছিলেন না৷
সম্প্রতি গ্রামেরই কেউ মোবাইল ক্যামেরায় সেই ছবি বন্দী করেন৷ ঘটনাচক্রে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ পুলিশের কাছেও ভিডিও-র কপি পৌঁছায়৷ এরপরই নড়েচড়ে বসে জেলা পুলিশ৷ একই সঙ্গে দায়িত্বে গাফিলতির অভিযোগে ওই থানা এলাকার আরও তিন সিভিক ভলেন্টিয়ারকে সাসপেন্ড করে জেলা পুলিশ৷ জেলা পুলিশের এহেন উদ্যোগের প্রশংসা করেছেন বাসিন্দারা৷ -ফাইল ছবি