Aajbikel

ফের উত্তরে অজানা জ্বরের বলি দুই শিশু, বাড়ছে সংক্রমণের প্রকোপ

 | 
শিশু মৃত্যু

শিলিগুড়ি: অজানা জ্বরের প্রকোপে শিশু মৃত্যুর ধারা অব্যাহত৷ শনিবার ফের অজানা জ্বরের প্রকোপে মৃত্যু হল দুই শিশুর৷ এদিন নতুন করে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে মালদহ ও রায়গঞ্জে৷ এই নিয়ে গত তিনদিনে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হল। মোট শিশু বিভাগের ভর্তি রয়েছে ১৩৫ জন শিশু। ২৪ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ৬৬ জন। এদের মধ্যে ৪৮জন জ্বরে আক্রান্ত। চারজনের অবস্থা আশঙ্কাজনক। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাক্তার সুষ্মা সাহু জানিয়েছেন, যে শিশুটির মৃত্যু হয়েছে সেগুলিকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতালে।

অন্যদিকে শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হল এক শিশুর৷ জানা গিয়েছে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত বৃহস্পতিবার ন’বছরের রিনা সেনকে এখানে ভর্তি করেছিলেন পরিজনেরা৷ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সেদিনই সিসিইউতে স্থানান্তরিত করা হয়৷ শুক্রবার শারীরিক অবস্থার আরও অবনি হলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তাতেও শেষ রক্ষে হয়নি৷ এদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি৷

অজানা জ্বরের প্রকোপ বাড়ছে ইসলামপুর হাসপাতালেও। জ্বর, সর্দি কাশি এসব সিনড্রোম নিয়ে অনেক শিশুই ভর্তি রয়েছে এখানে ৷ ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার সুরজ সিনহা অবশ্য বলেন, আতঙ্কিত হওয়ার কোন কিছু নেই৷ শিশুদের চিকিৎসা ঠিকমতো চলছে এবং প্রত্যেকেরই কোভিড টেস্ট করা হয়েছে। সবারই টেস্ট রিপের্ট নেগেটিভ আসছে৷ তবে আজকে প্রচুর শিশু জ্বর সর্দি এই সব সিন্ডোম নিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে আউট ডোরে চিকিৎসার জন্য নিয়ে আসে রোগীর আত্মীয়রা।

Around The Web

Trending News

You May like