Aajbikel

অভিষের-পত্নী রুজিরার দুটি ব্যাঙ্ক স্টেটমেন্ট বাজেয়াপ্ত করল ইডি, কোন পথে তদন্ত?‌

 | 
রুজিরা

কলকাতা: দু’‌দিন আগে নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের দফতরে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। গোটা অফিসে তল্লাশি চালান অফিসাররা। সেখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্য়ায়ের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট বাজেয়াপ্ত করেন তাঁরা। ইডির সিজার লিস্ট অনুযায়ী, লিপস অ্যান্ড বাউন্ডসের দফতরে থাকা তিনটি ডেস্কটপের নথি খতিয়ে দেখা হ৷ এর পর দু’টি কম্পিউটারের হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে ইডি। যে সকল নথি উদ্ধার করা হয়েছে, তার মধ্যে রয়েছে মধ্য কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট। মোট ১৪২ পাতার স্টেটমেন্ট বাজেয়াপ্ত করা হয়েছে৷ 

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর থেকে যে নথি উদ্ধার হয়েছে, তার উপর ভিত্তি করে ২১ অগাস্ট নিউ আলিপুরের এই অফিসে টানা ১৮ ঘণ্টা তল্লাশি চালান অফিসাররা। সিজার লিস্ট অনুযায়ী, ওই ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওই সংস্থার হিসাবের নথি বাজেয়াপ্ত করা হয়েছে। লিপস অ্যান্ড বাউন্ডস তৈরির আগে এই সংস্থার নাম ছিল অনিমেষ ট্রেড লিঙ্ক। হাত বদলের পর এই সংস্থার নাম হয় লিপস অ্যান্ড বাউন্ডস। কোম্পানি কেনা–বেচা সংক্রান্ত নথিও বাজেয়াপ্ত করেছে ইডি।

কেন্দ্রীয় অফিসাররা জানতে পেরেছেন, সুজয়কৃষ্ণ ভদ্র জন্মলগ্ন থেকে ২০১৬ সাল পর্যন্ত এই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন। সিওও পদেও এক সময় দায়িত্ব সামলেছেন। লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার দফতরের আড়ালে নিজের ব্যবসাই সামলাতেন সুজয়৷ 

Around The Web

Trending News

You May like