কলকাতা: যত সময় এগোচ্ছে তত বেশি চাঞ্চল্য বাড়ছে আনিস খান হত্যা মামলায়। প্রাথমিকভাবে তিন জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছিল, পরে গতকাল দুই জন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়। আমতা থানার হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য গ্রেফতার হয়েছে এই ঘটনায়। এবার তারাই বিস্ফোরক দাবি করল। কার নির্দেশে সেদিন তারা আনিসের বাড়িতে গিয়েছিল? সেই উত্তর মিলল এবার।
আরও পড়ুন- আবার আসিয়াছেন ফিরে! মনে আছে EVM হাতে হলুদ শাড়ি পরে পোলিং বুথে আসা রিনাকে?
গ্রেফতার হওয়া দুই পুলিশ কর্মীর দাবি, যা ঘটনা ঘটেছে তাতে তাদের দু’জনকে বলির পাঁঠা করা হচ্ছে। তারা আসলে ছাত্রনেতার আমতার বাড়িতে গিয়েছিলেন ওসির নির্দেশে! কিন্তু তাদের বক্তব্য, আনিসের মৃত্যু কী ভাবে হয়েছে তা তাদের জানা নেই। বৃহস্পতিবার আদালতে নিয়ে যাওয়ার পথে দুই পুলিশ কর্মী এই দাবিই করেছে। আর এই মন্তব্যের পরেই এই ঘটনা নিয়ে জল্পনা আরও তীব্র হচ্ছে। কারণ, এর আগে বিশেষ তদন্তকারী দলকে তারা জানিয়েছিল যে, তাদের দেখে আনিস ছাদ থেকে লাফ মেরেছিল। কিন্তু এখন আবার তারাই বয়ান বদলাচ্ছে। অন্যদিকে, ‘ওসি’র কথা বললেও সে কোন থানার ওসি, তা স্পষ্ট হয়নি তাদের বক্তব্যে। সেই নিয়েও একটা কৌতূহল থেকে যাচ্ছে। পাশাপাশি তারা বলছে যে, তাদের বলির পাঁঠা করা হচ্ছে। কে বা কারা এই কাজ করছে সেটাও এখনও পরিষ্কার নয়।
গতকালই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানিয়েছিলেন, সহযোগীতা পেলে ১৫ দিনের মধ্যেই সব তথ্য সামনে আসবে। কিন্তু আনিসের পরিবার সিটের ওপর ভরসা রাখতে কিছুতেই পারছে না। আনিসের দাদা সাব্বির খান বলছেন, দুই জন পুলিশ গ্রেফতার হয়েছে শুনে ভালো লেগেছে। মুখ্যমন্ত্রী কাজ করছেন দেখে ভালো লাগছে। কিন্তু সঠিক লোক কি গ্রেফতার হল? অপরাধী গ্রেফতার হয়েছে না শুধু সন্দেহভাজন? এই প্রশ্ন তাঁর। অন্যদিকে কিন্তু সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি আনিসের পরিবারের তরফে অসহযোগিতার অভিযোগ করেছেন।