কলকাতা: বড়সড় সাফল্য পেল লালবাজারের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। কোটি টাকার হেরোইন সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে তারা। জানা গিয়েছে এই ২ ব্যক্তি অসমের বাসিন্দা। এদিন দুপুরে মুচিপাড়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এত হেরোইন তারা কোথায় পেল, সেটি নিয়ে কোথায় যাচ্ছিল তা জানতে ২ ব্যক্তিকে জেরা করতে শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কোনও সদুত্তর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে খবর, হেরোইন পাচার নিয়ে গোপন সূত্রে খবর আসে তাদের কাছে। সেই প্রেক্ষিতেই এদিন শহরের নানা জায়গায় অভিযান চালান হয়। সেই অভিযানের মাধ্যমেই মুচিপাড়া থানা এলাকায় মহাত্মা গান্ধী রোড এবং সূর্য সেন স্ট্রিটের ক্রসিং থেকে দু’জনকে পাকড়াও করা হয়। তারা অসমের নগাঁও জেলার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন আগেও মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিল।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বলিউডে পা রাখছেন সুহানা! মেয়ের অভিষেক প্রসঙ্গে কী বললেন শাহরুখ খান | Shahrukh Khan | Suhana Khan” width=”853″>
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই ২ ব্যক্তি কোনও পাচার চক্রের সঙ্গে জড়িত। তাদের সঙ্গে আরও কারা কারা জড়িয়ে আছে তা জানতেই তদন্ত শুরু হয়েছে। শহরের আর কোথাও বড় পরিমাণে মাদক পাচার হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।