Aajbikel

এগরাকাণ্ডে পুলিশের জালে ২, কৃষ্ণপদ ওড়িশায় বলে সন্দেহ

 | 
এগরা

এগরা: এগরায় বিস্ফোরণের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা করার অভিযোগও আছে। এই ২ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। তবে ওই বাজি কারখানার মালিকের খোঁজে এখনও চলছে তল্লাশি। কৃষ্ণপদ বাগ ওড়িশায় পালিয়ে গিয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ এবং সিআইডি। তাই ওড়িশায় গিয়েছে পূর্ব মেদিনীপুর পুলিশের টিম। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে তার খোঁজ মেলা সম্ভব বলে মনে করা হচ্ছে। 

মঙ্গলবার এই ঘটনা ঘটার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যে, সিআইডি এই ঘটনার তদন্ত করবেন। সেই মত কাজ শুরু করে দিয়েছেন তারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছছে ফরেনসিক টিম, ডগ স্কোয়াডও। তার মধ্যেই জেলা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। কীভাবে ঘটল বিস্ফোরণ? কারখানায় কী বোমা তৈরি করা হচ্ছিল? এইসব প্রশ্নের খোঁজে এখন তদন্ত চলছে। অনুমান, পাকড়াও হওয়া ২ ব্যক্তির থেকে কিছু তথ্য মিলবে। এদিকে কারখানার পলাতক মালিক কৃষ্ণপদকে খুঁজতে ওড়িশায় গিয়েছে একটি দল। শীঘ্রই তাঁকেও খুঁজে পাওয়া যাবে বলে আশাবাদী সিআইডি। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই কারখানায় বাজির বদলে বোমা তৈরি হত। পুলিশকে পদক্ষেপ নিতে বললেও কোনও লাভ হয়নি। তাই পুলিশের ওপর তাদের ক্ষোভ রয়েছে। গতকালই এলাকায় পুলিশ গেলে তাদের মারধর করে তাড়া করা হয় বলেও জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে এনআইএ তদন্তের দাবি তোলা হয়েছে বিরোধী পক্ষ থেকে। কলকাতা হাইকোর্টেও মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 
 

Around The Web

Trending News

You May like