২৫ হাজার টাকা বেতন কেটে ছ’ঘণ্টা বন্দি প্রধান শিক্ষক, বিদ্রোহ শিক্ষকদের

২৫ হাজার টাকা বেতন কেটে ছ’ঘণ্টা বন্দি প্রধান শিক্ষক, বিদ্রোহ শিক্ষকদের

জলপাইগুড়ি: টানা ছ’ঘণ্টা ধরে প্রধান শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ সহকর্মী শিক্ষকদের৷ বিক্ষোভ-ঘেরাও কর্মসূচির জেরে প্রধান শিক্ষককে শৌচালয় পর্যন্ত যেতে না দেওয়ার অভিযোগ৷ ধূপগুড়ি হাই স্কুলে শিক্ষক বিদ্রোহের ঘটনা তৈরি হয়েছে নয়া বিতর্ক৷

ধূপগুরি হাই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক পার্থ ঘোষের অভিযোগ, তাঁর বেতন থেকে ২৫ হাজার টাকা কাটা হয়েছে৷ কিন্তু, কেন বেতন কাটা হয়েছে? সেই বিষয়ে প্রধান শিক্ষক কিছুই জানাতে রাজি হননি বলে অভিযোগ৷ এর পর গোটা বিষয়টি অন্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের জানান পার্থবাবু৷ পরে অন্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা যৌথভাবে বেতন কাটার বিষয়টি জানতে চান৷ অভিযোগ, প্রধান শিক্ষক অশোক মজুমদার শিক্ষকদের জানান, তিনি এই প্রশ্নের জবাব দু’দিন পর লিখিত আকারে জানাবেন৷ কিন্তু, অন্য শিক্ষকরা তা মানতে চাননি৷ পরে ওই প্রধান শিক্ষককে ঘরের মধ্যে বন্দি করে দরজার সামনে বসে বিক্ষোভ দেখান৷

পদার্থ বিজ্ঞানের শিক্ষক পার্থ ঘোষের অভিযোগ, দু’দিন আগে ব্যাঙ্কের ম্যাসেজ পান, তাঁর বেতন খাতা থেকে ওভার ড্রো করা হয়েছে ২৫ হাজার টাকা৷ প্রথমে তিনি বুঝতে পারেননি৷ ব্যাঙ্কে খোঁজ করার পর জানতে পারেন, বেতন থেকে কাটা হয়েছে৷ এর পরে তিনি প্রধান শিক্ষকের কাছে ওভার ড্রো’র কারণ জানতে চান৷ কিন্তু প্রধান শিক্ষক তাঁকে এড়িয়ে যান৷ তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি৷ একই ভাবে অন্য শিক্ষক ও শিক্ষাকর্মীরাও পার্থবাবুর পাশে দাঁড়ান৷ প্রধান শিক্ষককে অফিস রুমে আটকে রেখা চলে বিক্ষোভ৷

প্রধান শিক্ষক অশোক মজুমদারের অভিযোগ,  তাকে দুপুর দেড়টা থেকে ঘরে আটকে রাখা হলেও বাথরুম পর্যন্ত যেতে দেওয়া হয়নি৷ কী কারণে টাকা কাটা হয়েছে তা মিটিংয়ে জানানো হবে বলেও জানান প্রধানশিক্ষক৷ পরে সন্ধ্যায় ঘেরাও মুক্ত হন প্রধান শিক্ষক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =