উত্তরবঙ্গে করোনা আক্রান্ত মহিলার মৃত্যু, বাংলায় মৃত ২, আক্রান্ত ২২

উত্তরবঙ্গে করোনা আক্রান্ত মহিলার মৃত্যু, বাংলায় মৃত ২, আক্রান্ত ২২

5c9e606f132df865ccb42863d66b6bc2

 

কলকাতা: চোখ বাঙাচ্ছে করোনা৷ লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা৷ উদ্বেগ বাড়িয়ে এবার  করোনা আক্রান্ত হয়ে রাজ্যে দ্বিতীয় মৃত্যুর৷ রবিবার রাত দুটো নাগাদ মৃত্যু হয়েছে চেন্নাই ফেরত কালিম্পঙের মহিলার৷ হোম কোয়ারন্ডেটন রাখা হয়েছে মৃত ওই মহিলার মেয়ে ও চিকিৎসককে৷ অন্যদিকে, রবিবার করোনা আক্রান্ত হয়েছেন ৩ জন৷ তাঁদের মধ্যে আলিপুর কম্যান্ড হাসপাতালের অ্যানান্থেশিওলজিস্ট রয়েছেন৷ আজ নতুন করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি ৭৭ বছরের বৃদ্ধের শরীরে করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে৷ আর তার জেরে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২৷

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মেয়ের চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিলেন কালিম্পঙের ৪৪ বছরের ওই মহিলা৷ গত ১৬ মার্চ চেন্নাই থেকে শিলিগুড়ির আত্মীয়ের বাড়ি থেকে কালিম্পঙে ফিরেন তিনি৷ পরে অসুস্থ হয়ে পড়েন৷ শুরু হয় প্রবল শ্বাসকষ্ট৷ গত ২৬ মার্চ ওই মহিলাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ নমুনা সংগ্রহ করে বেলেঘাটার নাইসেডে পাঠানো হয়৷ নাইসেডে পাঠানো নমুনা পজিটিভ আসে৷ মুহূর্তেই তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়৷ পরে শারীরিক অবস্থার অবনতি হয়৷ ফুসফুসে সমস্যা দেখা দেয়৷ রাখা হয় ভেন্টিলেটরে৷ পর গতকাল গভীর রাতে তাঁর মৃত্যু হয়৷
জানা গিয়েছে, সংক্রমণ রুখতে মৃত ওই মহিলার মেয়ে ও চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ ওই মহিলা কাদের সংস্পর্শে এসেছিলেন তার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে৷

অন্যদিকে, আজ সকালে নতুন করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি ৭৭ বছরের বৃদ্ধের শরীরে করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে৷ গত কয়েকদিন ধরে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন ওই বৃদ্ধ৷ রবিবার বেলেঘাটা নাইসেডে ৬৮টি নমুনার মধ্যে আলিপুর কম্যান্ড হাসপাতালের অ্যানান্থেশিওলজিস্ট-সহ আরও তিন জনের দেহে করোনার উপস্থিতি মিলেছে৷ আক্রান্ত হয়েছেন পঞ্চাশোর্ধ ৫০ আলিপুর কম্যান্ড হাসপাতালের চিকিৎসক, বরানগরের বাসিন্দা ৬৬ বছরের বৃদ্ধ ও শ্যাওড়াফুলির বাসিন্দা ৫৯ বছরের বৃদ্ধ৷ জানা গিয়েছে, করোনা আক্রান্ত চিকিৎসক গত ১৭ মার্চ দিল্লি থেকে ফেরেন৷ পর আলিপুর কম্যান্ড হাসপাতালে কাজে যোগ দেন৷ গত ২১ মার্চ থেকে অসুস্থ হয়ে পড়েন৷ শ্যাওড়াফুলির করোনা আক্রান্ত বৃদ্ধ দুর্গাপুরে যাতায়াত করেছেন বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *