Aajbikel

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টি এস শিবাজ্ঞানম, কে এই বিচারপতি?

 | 
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টি এস শিবাজ্ঞানম ; কে এই বিচারপতি?

কলকাতাঃ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন বিচারপতি টি এস শিবাজ্ঞানম৷ বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হাত ধরে প্রধান বিচারপতি পদে তিনি শপথ নেন। প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর, টি এস শিবজ্ঞানম কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল।


গত ৯ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদের জন্য সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করে। গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইনমন্ত্রক। ৩১ মার্চ, হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান তিনি।

কে এই বিচারপতি?

 

বিচারপতি টি এস শিবাজ্ঞানমের জন্ম তামিলনাডুতে। ১৯৮৬ সালে আইনজীবী হিসাবে তাঁর নাম নথিভুক্ত হয়। ২০০০ সালে অটলবিহারী বাজপেয়ী সরকারের সময়ে কেন্দ্রীয় সরকারের জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবে দায়িত্ব সামলেছেন বিচারপতি শিবাজ্ঞনম। দীর্ঘ ২৩ বছর আইনজীবী পেশায় থাকার পর ২০০৯ সালে মাদ্রাজ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন তিনি। ২০১১ সালে স্থায়ী বিচারপতি হন। ১২ বছর বিচারপতি হিসাবে কাজ করার পর তাঁকে কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত করে সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ২৫ অক্টোবর হাইকোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম। এবার তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন।      
 

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পর থেকে দ্রুত শুনানির পথে হেঁটেছেন শিবজ্ঞানম। বিশেষ করে দীর্ঘদিনের পুরনো মামলার চটজলদি শুনানি করে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে মামলার নিষ্পত্তি করেছেন তিনি। সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জনস্বার্থ মামলার নামে মামলা করে যেভাবে আদালতের সময় নষ্ট করা হচ্ছে, সেনিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সেই শিবজ্ঞানমই প্রধান বিচারপতির দায়িত্ব ভার গ্রহণ করলেন। শপথ নেওয়ার সময় প্রধান বিচারপতি বলেন, “কলকাতার প্রধান বিচারপতি হয়ে গর্বিত। এই শহর সংস্কৃতির প্রাণকেন্দ্র। রবীন্দ্রনাথ, সুভাষ বোসের জন্মভূমি। এই কোর্ট বড় বড় মামলার দ্রুত নিষ্পত্তি করেছে। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে চেষ্টার কোনও ত্রুটি রাখব না। বারের সহযোগিতা আশা করছি।”
 

কলকাতা হাইকোর্টের ১ নম্বর কোর্ট রুমে আয়োজিত হয়েছিল প্রধান বিচারপতির শপথগ্রহণের অনুষ্ঠান। এটিই প্রধান বিচারপতির এজলাস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল পৌনে ১১টা নাগাদ তিনি সেখানে পৌঁছন। এছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, আইনমন্ত্রী মলয় ঘটক, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আসিট্যান্ট সলিসিটর জেনারেল ও বার অ্যাস্যোসিয়েশনের সদস্য ছাড়াও বর্ষীয়ান আইনজীবীরাও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে।

Around The Web

Trending News

You May like