‘ভোটের পর কত ধানে কত চাল ত্রিপুরায় বুঝতে পারবে তৃণমূল’, বিস্ফোরক অগ্নিমিত্রা

‘ভোটের পর কত ধানে কত চাল ত্রিপুরায় বুঝতে পারবে তৃণমূল’, বিস্ফোরক অগ্নিমিত্রা

cae92dff2efdb0e02d9bfbc0dbe1d03b

কলকাতা: চা চক্রে তিনি এলেন এবং আগাগোড়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা তথা দলের মহিলা মোর্চার সভানেত্রীঅগ্নিমিত্রা পল৷ ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা এদিন সকালে নিউটাউনে দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে চা চক্রে হাজির হয়েছিলেন৷

সেখানেই তৃণমূল এবং মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে অগ্নিমিত্রা বলেন, ‘‘এখানে যেকোনও ইস্যু নিয়ে সভা বা মিছিল করতে গেলে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ পারমিশন দেয় না৷ অ্যারেস্ট করে, আর সেখানে সায়নী ঘোষ মুখ্যমন্ত্রীর মিছিলে ঢিল ছুঁড়ছে। উস্কানি মূলক মন্তব্য করছে। ভারী ন্যাচারাল যে অ্যারেস্ট হবে।’’ প্রশ্ন তুলেছেন, ‘‘আপনারা যে সন্ত্রাসের রাজনীতি পশ্চিমবঙ্গে করছেন আপনারা কি ভাবছেন সব জায়গাতে আপনারা সেটা করতে পারবেন?’’

এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অগ্নিমিত্রা বলেন, ‘‘দিদিমণি আমাদের সম্মানীয়া মুখ্যমন্ত্রী। তিনি দিল্লি যেতেই পারেন কিন্তু কথায় কথায় নাটক করা আর কথায় কথায় রাজনীতি করা, ইলেকশনের সময় পা টা ভেঙে গেল, আর ঠিক ২ মে পা টা ঠিক হয়ে গেল! এই নাটকগুলো দেখতে আমরা অভ্যস্ত।’’ খানিক থেমে ছুঁড়ে দিয়েছেন তীব্র কটাক্ষ, ‘‘উনি ক্রিয়েটিভ জগতের মানুষ, প্রিন্টিং করেন, কবিতা লেখেন, গান লেখেন তার সঙ্গে অ্যাক্টিংটা করতে পারলে মনে হয় টলিউড অন্তত সমবৃদ্ধ হত! অস্কার হয়তো আমরা পেয়ে যেতাম!’’

ক্ষমতার দম্ভে মুখ্যমন্ত্রীর সঙ্গে নিচুতলার সাধারণ মানুষের সেই যোগাযোগ আর নেই- দাবি করেছেন অগ্নিমিত্রা৷ বলেছেন, ‘‘গোয়াতে গিয়ে বলছেন গোয়ার মহিলারা ধর্ষিতা হচ্ছে! নিজের রাজ্যের দিকে একটু তাকান। সময় পেলে একটু তাকান। ১৪ তলায় সেই যে উঠে গেছেন গ্রাউন্ডের যে স্পর্শ যে ছোঁয়াটার যে কানেকশন টা ২০১১ এর আগে ছিল, সব ধুয়ে মুছে গেছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *